ব্যালন ডি অরের জন্য মনোনীত সেরা ১০ জনের তালিকায় বর্তমান চলছে ভোটাভুটি। সেই তালিকার চূড়ান্ত ফলাফল জানা যাবে আগামী ২৪শে সেপ্টেম্বর। কিন্তু এর আগে দর্শকের ভোটাভুটিতে এগিয়ে আছেন যিনি তা দেখেই দর্শকদের চোখ কপালে উঠবেই বটে।এবারের ব্যালন ডি অরের জন্য দর্শক সমর্থকদের ভোটে সবচেয়ে এগিয়ে আছেন লুকা মদ্রিচ। তাও আবার নিকট প্রতিদ্বন্দ্বী রোনালদোর সাথে ব্যবধানটা প্রায় ৯ হাজারেরও বেশি ভোটে।
এক নজরে দেখে নিন স্প্যানিশ ভক্তরা কাদের কত ভোট দিয়েছে :
১. লুকা মদ্রিচ—১৪,২২৭ ভোট,২. ক্রিস্তিয়ানো রোনালদো—৫,৩৫০ ভোট,৩. লিওনেল মেসি—৪,৩৮৪ ভোট,৪. আঁতোয়া গ্রিজমান—৩,৮৯৪ ভোট,৫. রাফায়েল ভারানে—১,১১০ ভোট,৬. কিলিয়ান এমবাপে—৮৬১ ভোট,৭. মোহাম্মদ সালাহ—২৪২ ভোট,৮. ইডেন হ্যাজার্ড—২২৪ ভোট,৯. কেভিন ডি ব্রুইন—৮৭ ভোট,১০. হ্যারি কেন—৩৪ ভোট
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন