শিরোনাম

প্রচ্ছদ /   বিশ্বের সেরা বোলারদের তালিকার নাম লিখালেন মাশরাফি

বিশ্বের সেরা বোলারদের তালিকার নাম লিখালেন মাশরাফি

Avatar

সোমবার, জুলাই ২৩, ২০১৮

প্রিন্ট করুন

মাশরাফি বিন মুর্তজা যেন জিয়নকাঠি! তার ছোঁয়ায় পাল্টে গেল বাংলাদেশ! উড়িয়ে দিল ওয়েস্ট ইন্ডিজকে। স্বাগতিকদের ৪৮ রানের বড় ব্যবধানে হারিয়েছে টাইগাররা। এ জয়ে ৩ ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল তারা। এমন জাদুকরী পারফরম্যান্সের পর কে বলবে টেস্ট সিরিজে ভরাডুবি ঘটেছিল ওদের? ২৮০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি ওয়েস্ট ইন্ডিজের। মন্থর শুরু করেন ক্রিস গেইল ও এভিন লুইস। হাত খুলতে গিয়েই ধরা খান লুইস।

দলীয় ২৭ রানে মাহমুদুল্লাহ রিয়াদের তালুবন্দি হয়ে ফেরেন তিনি। এ মারকাটারি ব্যাটসম্যানকে ফেরান বাংলাদেশ কাপ্তান মাশরাফি। দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ক্রিজে আসা শাহ হোপও স্থায়ী হতে পারেননি। তাকে শিকার বানান রুবেল।একে একে টপ অর্ডারের সবাই ফিরে গেলেও শিকড় গেঁড়ে বসে থাকেন শিমরন হেতমায়ার। একাই রানের গতি বাড়িয়ে নিতে থাকেন। তবে তার পথে বাদ সাধেন মোস্তাফিজুর রহমান। তাকে সরিয়ে পথের কাঁটা সরান কাটার মাস্টার। সাজঘরে ফেরার আগে ৭৮ বলে ৫ চারে ৫২ রানের লড়াকু ইনিংস খেলেন এ টপঅর্ডার। পরের বলেই রোভম্যান পাওয়েলকে ফিরিয়ে ক্যারিবীয়দের মাজা ভেঙে দেন আবারো স্বরূপে ফেরা মোস্তাফিজ।

পরে আর সোজা হয়ে দাঁড়াতে পারেনি হোল্ডার বাহিনী। এরপর তাদের নিয়ে রীতিমতো খেলেন মাশরাফি। ম্যাজিক্যাল ফু দিয়ে উড়িয়ে দেন জেসন হোল্ডার ও আন্দ্রে রাসেল, অ্যাশলে নার্সকে। জয় তখন হাতছোঁয়া দূরুত্বে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন