শিরোনাম

প্রচ্ছদ /   বিশ্বের সকল সেরা ব্যাটসম্যানদের তালিকায় নাম লিখালেন মুশফিক

বিশ্বের সকল সেরা ব্যাটসম্যানদের তালিকায় নাম লিখালেন মুশফিক

Avatar

রবিবার, জুলাই ২২, ২০১৮

প্রিন্ট করুন

ওয়েস্ট ইন্ডিজের গায়ানায় তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ব্যাটিংয়ের শুরুতেই শূন্য ফিরে যান আনামুল হক। দলের রান তখন মোটে এক। তার পর ব্যাটে আছেন সাকিব আল হাসান। ওপেনার তামিমের সঙ্গে দলকে ধীরে ধীরে এগিয়ে নেন তারা।

ম্যাচের ৪.৪ ওভারে গায়ানায় বৃষ্টি নামে। বাংলাদেশ তখন ১ উইকেট হারিয়ে ১০ রানে ব্যাট করছিল। বৃষ্টির পরে ব্যাট দলকে এগিয়ে নেন সাকিব এবং তামিম। তাদের দু’জনের ব্যাটে ২৬ ওভারের মাথায় শত রানে পৌছায় বাংলাদেশ। তামিম ইকবাল ৮৭ বলে অর্ধশতক পূর্ণ করেন। এছাড়া সাকিব ৬৭ বলে করেছেন অর্ধশতক। তাদের দু’জনের জুটিও হয়েছে শতরানের। এরপর ৩৪ ওভারে ১৫০ রান ছাড়ায় বাংলাদেশ। শেষ পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৭৯ রান।

তামি অপরাজিত ১৩০ রান করেছনে। এর আগে ৯৭ করে বিদায় নেন সাকিব। মুশফিক ১১ বলে ৩০ রান করেছেন।সাধারণত বিশ্বের সকল সেরা ব্যাটসম্যানদেরকেই আমরা দেখি এমন সুন্দর ফিনিশিং দিতে যা আজকে করে দেখালেন মুশফিক।  

বাংলাদেশ দলে এই ম্যাচে ইনজুরি কাটিয়ে ফিরছেন বাঁ হাতি পেসার মুস্তাফিজুর রহমান। আইপিএল থেকে ইনজুরি নিয়ে ফেরা মুস্তাফিজ আফগানিস্তানের বিপক্ষে টি২০ সিরিজ খেলতে পারেননি। এরপর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজেও ছিলেন না তিনি।

ওদিকে ওয়েস্ট ইন্ডিজ দলে ফিরেছেন আন্দে রাসেল। দীর্ঘ প্রায় তিন বছর পরে আবার ওয়েস্ট ইন্ডিজের জার্সি পরে নামছেন তিনি। প্রথম ওয়ানডে ম্যাচে বাংলাদেশ দলে তামিমের ওপেনিং সঙ্গী হিসেবে খেলবেন আনামুল হক। প্রস্তুতি ম্যাচে অর্ধ শতকের দারুণ এক ইনিংস খেললেও দলে জায়গা হয়নি লিটস দাসের। তার বদলে দুইয়ে ব্যাট করতে দেখা যাবে সাব্বির রহমানকে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন