শিরোনাম

প্রচ্ছদ /   মাশরাফির ১১টি ছক্কা হাকিয়ে ৫১ বলে ১০৪ রানের এক বিধ্বংসী ইনিংস

মাশরাফির ১১টি ছক্কা হাকিয়ে ৫১ বলে ১০৪ রানের এক বিধ্বংসী ইনিংস

Avatar

বুধবার, জুলাই ১৮, ২০১৮

প্রিন্ট করুন

ফিরে দেখাঃ বুদ্ধিদীপ্ত অধিনায়কত্ব আর নিখুঁত লাইন-লেন্থের বোলিং দিয়ে তিনি জয় করে নিয়েছেন কোটি মানুষের হৃদয়। বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের উত্থানের পেছনে মাশরাফি বিন মুর্তজার বিশাল অবদান। শুধু অধিনায়ক বা বোলার হিসাবে নয়, ব্যাট হাতেও মাঝে-মাঝে জ্বলে ওঠেন ‘নড়াইল এক্সপ্রেস’। যেমন জ্বলে উঠলেন আজ শনিবার ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে। আর তাঁর ব্যাটের তাণ্ডবে জন্ম হল নতুন রেকর্ড।

শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের বিপক্ষে ঝড়ো শতক করেছেন মাশরাফি। কলাবাগান ক্রীড়াচক্রের অধিনায়কের ব্যাট থেকে এসেছে ৫১ বলে ১০৪ রানের এক বিধ্বংসী ইনিংস। যে ইনিংসে ছক্কার সংখ্যা ১১টি! ঘরোয়া ওয়ানডেতে এটাই মাশরাফির প্রথম শতক। আর লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের দ্রুততম শতকের রেকর্ড।

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন মাশরাফি। ৩৫ বলে অর্ধশতক করার পর শেখ জামাল বোলারদের ওপরে রীতিমতো তাণ্ডব চালিয়েছেন তিনি। পরের ৫০ রান এসেছে মাত্র ১৫ বলে। মানে মাত্র ৫০ বলে সেঞ্চুরি!৪৭ ওভারশেষে মাশরাফির রান ছিল ৭৯। শতক হবে কিনা, তা নিয়ে সবাই তখন দোলাচলে। তবে পরের ওভারে সব সংশয় দূর করে দিয়েছেন বাংলাদেশের সফলতম অধিনায়ক। বাঁহাতি স্পিনার ওয়াহিদুল আলমের করা ৪৮তম ওভারে চারটি ছক্কা মেরে ‘ম্যাজিক ফিগার’ স্পর্শ করেছেন ‘ম্যাশ’।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন