শিরোনাম

প্রচ্ছদ /   এবার নেইমারকে নিয়ে মুখ খুললেন রোনালদো

এবার নেইমারকে নিয়ে মুখ খুললেন রোনালদো

Avatar

শনিবার, জুলাই ৭, ২০১৮

প্রিন্ট করুন

চলতি বিশ্বকাপে স্বরূপে জ্বলে উঠেছেন ব্রাজিল সুপারস্টার নেইমার। তবে তার পারফর্মেন্স ছাপিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে ‘প্লে অ্যাক্টিং’ নিয়ে। অল্পেতেই তার অতি ছটফটানি নিয়ে ফুটবলবিশ্ব তোলপাড়। সোশ্যাল মিডিয়া থেকে সংবাদমাধ্যম, ফুটবল ভক্ত থেকে সাবেক তারকা, সবাই নেইমারের এই প্লে অ্যাক্টিং নিয়ে বিস্মিত, বিরক্তও। সবার মুখ বন্ধ করতে এবার আসরে নামলেন ব্রাজিল কিংবদন্তি রোনালদো।বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল করা এই মহাতারকা বলেছেন, ‘নেইমারকে নিয়ে এই সমালোচনার কোনো ভিত্তি নেই। রেফারি নেইমারকে প্রতিপক্ষ ফুটবলারদের ফাউল থেকে রক্ষা করতে পারছেন না। টিভির অনুষ্ঠানে সময় পূর্ণ করতে বা খবরের কাগজে পাতা ভরাতেই এই সমালোচনা।’

কোস্টারিকার বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচটিতে নাটকীয়ভাবে পড়ে গিয়েছিলেন নেইমার। এরপর শেষ ষোলোর ম্যাচে তার ইনজুরি আক্রান্ত পায়ে চালাকির সঙ্গে পা দিয়ে প্রচণ্ড জোরে চাপ দিয়েছিলেন মেক্সিকোর মিগুয়েল লেইয়ুন। যন্ত্রণায় ছটফট করতে করতে প্রায় আর্তনাদ শুরু করেন ব্রাজিলীয় তারকা। এরপরেও সেটাকে নেইমারের ‘অভিনয়’ হিসেবেই দেখছে গোটা ফুটবলবিশ্ব। খোদ ব্রাজিলের গণমাধ্যমেই চলছে সমালোচনা।

এদের সবাইকে একহাত নিয়ে রোনালদো বলছেন, ‘ফুটবলকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখা যায়। নেইমার একজন বুদ্ধিমান ফুটবলার। বল নিয়ে এগিয়ে যাওয়ার সময় কীভাবে প্রতিপক্ষের ট্যাকল থেকে নিজেকে বাঁচাতে হয়, সে ব্যাপারে ও খুব ভালো করেই জানে। তবে রেফারির থেকে এ ব্যাপারে সেরকম কোনো সহযোগিতা পাচ্ছে না নেইমার।’

যাকে নিয়ে এত কথা, সেই নেইমারও বলছেন, ‘ব্যথা লাগলে ছটফট করবই। কেউ যদি খেলা বন্ধ থাকা অবস্থায়, বল ছাড়াই আমার পায়ের ওপরে দাঁড়িয়ে পড়ে সেটা কি অন্যায় নয়? ওরা (মেক্সিকো) এত কিছু বলার পরে তো নিজেরাই দেশে ফিরে গেল।’

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন