শিরোনাম

প্রচ্ছদ /   এইমাত্র পাওয়াঃ ফিফা বিশ্বকাপে ৫২ বছর পর ঘটল এমন লজ্জার রেকর্ড

এইমাত্র পাওয়াঃ ফিফা বিশ্বকাপে ৫২ বছর পর ঘটল এমন লজ্জার রেকর্ড

Avatar

রবিবার, জুলাই ১, ২০১৮

প্রিন্ট করুন

রেকর্ড গড়ই শিরোনামে ২০১৮ রাশিয়া বিশ্বকাপ। গ্রুপ পর্বে বেশি গোলের রেকর্ড, পেনাল্টির রেকর্ডসহ আরো অনেক কিছু। তবে স্বাগতিক রাশিয়া এমন একটি রেকর্ড গড়লো যেটা মোটেও চায়নি দলটি। বিশ্বকাপে সবচেয়ে বেশি আত্মঘাতী গোল হজম করার রেকর্ড গড়েছে দলটি। গ্রুপপর্বে উরুগুয়ের পর দ্বিতীয় রাউন্ডে আবার নিজেদের জালে বল জড়িয়েছেন রাশিয়ার ফুটবলাররা। এর আগে এক বিশ্বকাপে দুটি আত্মঘাতী গোল হজম করার রেকর্ডটি ছিল বুলিগেরিয়ার। সেটি ১৯৬৬ সালে।

রাশিয়ায় আত্মঘাতী গোলের সংখ্যাটা অতীতের সব রেকর্ডকে ছাড়িয়ে গেছে। এ পর্যন্ত মোট দশটি আত্মঘাতী গোল নিয়ে তালিকার শীর্ষে রয়েছে এবারের বিশ্বকাপ। যদিও টুর্নামেন্ট কেবল মাঝপথে। এর আগে ১৯৯৮ ফ্রান্স বিশ্বকাপে সর্বমোট ৬টি আত্মঘাতী গোল হয়েছিল।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন