শিরোনাম

প্রচ্ছদ /   বাঙালী সাপোর্টারদের সম্মানে যে তারিখে বাংলাদেশের সাথে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা

বাঙালী সাপোর্টারদের সম্মানে যে তারিখে বাংলাদেশের সাথে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা

Avatar

শুক্রবার, জুন ২৯, ২০১৮

প্রিন্ট করুন

বিশ্বকাপ উন্মাদনা ভাসছে পুরো বিশ্ব। বাংলাদেশে এ উন্মাদনা একটু বেশি তবে শুধু ব্রাজিল-আর্জেন্টিনা নিয়ে শুধু উন্মাদনাই নয় সংঘাত হচ্ছে নিয়মিত।এ খবর পুরোনো তবে নতুন খুশির খবর আছে। তা হলো ‘বাংলাদেশের সাথে ফুটবল প্রীতি ম্যাচ খেলবে আর্জন্টিনা’ এমন এক পিটিশন তৈরি করেছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন।

গতকাল আর্জন্টিনার স্থানীয় এক টিভি চ্যানেলে বাংলাদেশের সমর্থকদের নিয়ে একটি নিউজ প্রকাশিত হলে আর্জেন্টিনার সবত্র ছড়িয়ে পরে বাংলাদেশের কথা।এসব দেখেই একটি পিটিশন তৈরি করলো ফুটবল ফেডারেশ। যার বিষয় ছিল : “বাংলাদেশের রাজধানী ঢাকাতে আর্জেন্টিনা এবং বাংলাদেশের একটা ফ্রেন্ডলি ম্যাচ আয়োজন করা যেখানে মেসিসহ প্রধান সব খেলোয়াড়রা খেলবে!”

পিটিশনের ডেট শেষ হবার পরেই খেলার তারিখ দিবে বলে মনে করছেন সবাই।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন