শিরোনাম

প্রচ্ছদ /   ব্রেকিংঃ আগামিকালকের ম্যাচের জন্য আর্জেন্টিনার সেরা একাদশ প্রকাশ

ব্রেকিংঃ আগামিকালকের ম্যাচের জন্য আর্জেন্টিনার সেরা একাদশ প্রকাশ

Avatar

শুক্রবার, জুন ২৯, ২০১৮

প্রিন্ট করুন

আর্জেন্টিনা এবং ব্রাজিল গ্রুপ পর্বের বাধা কাটিয়ে ওঠার পর রাশিয়ায় বিশ্বকাপ ফুটবল এখন জমজমাট রূপ নিয়েছে। দ্বিতীয় রাউন্ডে প্রথম খেলায় আর্জেন্টিনাকে মাঠে নামতে হবে ফ্রান্সের বিপক্ষে। যে দল হারবে তারাই বিদায়। নকআউট পর্বের খেলা।এদিকে ফ্রান্সের বিপক্ষে একাদশে পরিবর্তন না হওয়ারই সম্ভাবনা বেশি, জানাচ্ছে আর্জেন্টাইন পত্রিকা টিওয়াইসি স্পোর্টস। তারা বলছে, শনিবার ফ্রান্সের সঙ্গে দলে শুধু একটা পরিবর্তন হতে পারে।

গঞ্জালো হিগুয়াইনের জায়গায় একাদশে আসতে পারেন ক্রিশ্চিয়ান পাভন।নাইজেরিয়ার সঙ্গে দুইটি সুযোগ নষ্ট করেছিলেন হিগুয়াইন, ফ্রান্সের সঙ্গে তিনি থাকতে পারেন বেঞ্চে। তাঁর জায়গায় থাকতে পারেন পাভন, সেক্ষেত্রে মেসি খেলতে পারেন ফলস নাইনে।

সম্ভাব্য একাদশঃ আরমানি, তালিয়াফিকো, রোহো, ওটামেন্ডি, মেরকাদো, মাসচেরানো, বানেগা, পেরেজ, ডি মারিয়া, মেসি, পাভন/ হিগুয়াইন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন