শিরোনাম

প্রচ্ছদ /   এইমাত্র পাওয়াঃনক আউটে ফ্রান্সকে একাই হারিয়ে দিবে মেসি

এইমাত্র পাওয়াঃনক আউটে ফ্রান্সকে একাই হারিয়ে দিবে মেসি

Avatar

শুক্রবার, জুন ২৯, ২০১৮

প্রিন্ট করুন

গ্রুপ পর্বের খেলা শেষ হয়ে আগামীকাল শুরু হচ্ছে শেষ ষোলোর লড়াই। এদিন ফ্রান্সের বিপক্ষে মাঠে নামবে লিওনেল মেসি।তার পায়ের জাদুতে একাই ফ্রান্সকে বধ করতে পারবেন তিনি। এমনটাই মন্তব্য করেছেন ফ্রান্সের ১৯৯৮ সালের বিশ্বকাপ জয়ী দলের সদস্য বিসেন্তে লিজারজু। তিনি বলেন, ‘বিশেষ করে তাদের দলের রয়েছে বিশ্বের সেরা খেলোয়াড় লিওনেল মেসি, যে কিনা একাই একটা ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। ফ্রান্সের বিপক্ষেও যে মেসি জ্বলে উঠবেন না তা কেউ বলতে পারি না।

তবে আমি আশা করছি ফ্রান্সও দারুণ প্রতিরোধ গড়ে তুলবে। রক্ষণভাগে কিছু কাজ করা জরুরী। যত যাইহোক, আন্তোনিও গ্রিজম্যানের পারফরম্যান্স খুব বেশি দরকার আমাদের, আমরা এখনো এটি পাইনি।’তিনি আরো বলেন, ‘আমার মতে দ্বিতীয় রাউন্ডের ম্যাচটি দুদলের জন্যই কঠিন এক পরীক্ষা। আর্জেন্টিনা প্রথম রাউন্ডে খুব একটা ভাল করতে পারেনি কিন্তু দ্বিতীয় রাউন্ডে কোয়ালিফাই করেছে ঠিকই। এখন তারা আত্মবিশ্বাসে বলীয়ান, যেকোন কিছুই করে ফেলতে পারে।’

লিজারজু ফ্রান্সকে মেসির জন্য বিশেষ পরিকল্পনা করার কথা বলেন। পুরো দল মিলেই যেন মেসি ও আর্জেন্টিনাকে মোকাবেলা করা হয় এ পরামর্শ দেন এ সাবেক ফুটবলার।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন