আর্জেন্টিনা যখন ভাগ্যের জোড়ে নকআউট পর্বে পৌছায় তার আগেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট নিশ্চিত করে ফ্রান্স। এই বিশ্বকাপে আর্জেন্টিনার মতো ফ্রান্সও ছিলো ফেবারেটের তালিকায়। তবে পারফরম্যান্সের দিক থেকে আর্জেন্টিনা পিছিয়ে থাকলেও পিছিয়ে নেই ফ্রান্স । তরুণ ও অভিজ্ঞ খেলোয়ারদের নিয়ে এক চমৎকার ফ্রান্স শিবির।
আর সেই গ্রুপ চ্যাম্পিয়ানদের মুখোমুখি হবে লিওনেল মেসির আর্জেন্টিনা। কোাচ সাম্পাওলি তার আর্জেন্টিনা কোর্চিং ক্যারিয়ারে একই একাদশে নিয়ে টানা ম্যাচ খেলায়নি তবে ফ্রান্সের বিপক্ষে নাইজেরিয়ার বিপক্ষে থাকা একাদশ দিয়েই খেলানোর কথা রয়েছে।
এদিকে আর্জেন্টাইন সংবাদ পত্রিকা ‘টাইস স্পোর্টস’ অনুশীলন ক্যাপ ঘুরে প্রস্তুতির বিষয়ে জানিয়ে নানা তথ্য। ফ্রান্সের বিপক্ষে ম্যাচে সেট পিস তথা কর্ণার কিক, ফ্রি কি ও পেনাল্টি কিকের দিকে বিশেষ নজর দিচ্ছেন আর্জেন্টাইন কোচ সাম্পাওলি।কিন্তু মিডফিল্ডার এনজো পেরেজের শারীরিক অবস্থা নিয়ে বেশ চিন্তুায় আছে কোচ। আর পেরেজের শারীরিক অবস্থার প্রেক্ষিতে ৩টি পরিকল্পনা রয়েছে সাম্পাওলির হাতে।
প্রথমত, নাইজেরিয়ার বিপক্ষে খেলা অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামবে আর্জেন্টিনা।
দ্বিতীয়ত, গঞ্জালো হিগুয়েইনের বদলে একাদশে ঢুকে যাবেন তরুণ তুর্কি ক্রিশ্চিয়ান প্যাভন।
তৃতীয়ত , পেরেজের বদলেই আসবে প্যাভন এবং ফলস নাইন পজিশনে খেলবেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি।
উল্লেখ্য, শনিবার(৩০জুন) বাংলাদেশ সময় রাত আটটায় মুখোমুখি হবে ফ্রান্স ও আর্জেন্টিনা।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন