আগামীকাল শনিবার থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবলের মূল উত্তেজনা নক আউট পর্বের খেলা। নকআউট পর্বে শেষ ষোলোর লড়াই শুরুর অপেক্ষা। আগামীকাল ৩০ জুন রাত আটটায় ফ্রান্স ও আর্জেন্টিনার মধ্যেকার নতুন বলের লড়ায়ে শুরু হবে। পরের ম্যাচে রাত ১২ টায় উরুগুয়ে বনাম পর্তুগাল।যে দল হারবে সেই দল ছিটকে যেতে হবে বিশ্বকাপ থেকে। যদি নির্ধারিত ৯০ মিনিটের লড়াইয়ে দুই দল কোন গোল করতে না পারে অথাৎ গোল শূন্য থাকে তাহলে অতিরিক্ত ৩০ মিনিটের খেলা হবে।
এরপরও যদি উভয় দলের রেজাল্ট সমতা থাকে সেক্ষেত্রে পেনাল্টি শ্যূট আউটে নির্ধারিত হবে বিজয়ী দল।বিশ্বকাপ জয় করতে নক আউট মহাগুরুত্বপূর্ণ। আগামীকাল বিশ্বের কোটি কোটি দর্শক আর্জেন্টিনা-ফ্রান্সের খেলা দেখার জন্য তাই মুখিয়ে আছে। আর্জেন্টিনার মহা তারকা মেসি রাশিয়া বিশ্বকাপ এবার জয় করতে পারবে কিনা তা জানতেই কাল টিভির পর্দায় নজর রাখবে মেসি ভক্তরা। জয় পেতেই হবে মেসিদের এমনটাই আশা মেসি ভক্তদের। আগামীকাল নকআউট পর্বে তারণ্যনির্ভর ফ্রান্সের মুখোমুখি হবে আর্জেন্টিনা। স্বাভাবিকভাবেই এ মহারণে যে জিতবে কোয়ার্টারে উঠে যাবে। হেরে গেলে বাড়ি ফিরবে।
বিশ্বকাপে প্রথম ম্যাচে আইসল্যান্ডের সঙ্গে ড্র এবং ক্রোয়েশিয়ার কাছে হারের পর নাইজেরিয়ার বিপক্ষে ২-১ গোলে জয় পেয়ে শেষ ষোল নিশ্চিত করে মেসি বাহিনী। নাইজেরিয়ার বিপক্ষে একটি গোল ও করেন মেসি। আগামীকাল ও মেসির জ্বলে উঠার বিকল্প নেই।
আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ: ফ্রাংকো আরমানি, নিকোলাস ওটামেন্ডি, গ্যাব্রিয়েল মার্কাদো, নিকোলাস তালিয়াফিকো, মার্কস রোহো, এভার বানেগা, হ্যাভিয়ের মাচেরানো, এনজো পেরেজ, গঞ্জালো হিগুয়াইন, লিওনেল মেসি ও এঞ্জেল ডি মারিয়া।
ফ্রান্সের সম্ভাব্য একাদশ : মানদান্দা, সিদিবি, ভারানে, কিমপেমবে, হের্নান্দেজ, কান্তে, এনজনজি, ডেমবেলে, গ্রিজম্যান, লেমার ও জিরুদ।
গত ১৪ জুন রাশিয়ার লুঝনিকি স্টেডিয়ামে স্বাগতিক রাশিয়া ও সৌদি আরবের ম্যাচ দিয়ে যাত্রা শুরু হয়েছিল গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত বিশ্বকাপ ফুটবলের যাত্রা। দেখতে দেখতে প্রথম পর্বের খেলা শেষ হয়ে গেলো। আজ শুক্রবার বিশ্বকাপের বিরতি। ইতোমধ্যে বিশ্বকাপের স্বপ্ন থেকে ছিটকে গেছে ১৬ দল। বাকি ১৬ দল উঠে গেছে নক আউট পর্বে।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন