শিরোনাম

প্রচ্ছদ /   রাশিয়া বিশ্বকাপে যে ম্যাচে মুখোমুখি হবে চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিল বনাম আর্জেন্টিনা

রাশিয়া বিশ্বকাপে যে ম্যাচে মুখোমুখি হবে চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিল বনাম আর্জেন্টিনা

Avatar

শুক্রবার, জুন ২৯, ২০১৮

প্রিন্ট করুন

অনেক কষ্টের পর দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে আর্জেন্টিনা। নাইজেরিয়াকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলর টিকিট নিশ্চিত করে মেসিরা। তবে এই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেও স্বস্তিতে নেই আর্জেন্টিনা। কেননা গ্রুপ রানার্সআপ হওয়াতে দ্বিতীয় রাউন্ডে তাদের প্রতিপক্ষ হতে যাচ্ছে শক্তিশালী ফ্রান্স।

অপরদিকে ব্রাজিলের প্রতিপক্ষ মেক্সিকো।ফ্রান্সের সঙ্গে দ্বিতীয় রাউন্ডে জিতে গেলে কোয়ার্টার ফাইনালে খেলবে মেসিরা। কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে পর্তুগাল কিংবা উরুগুয়ের সঙ্গে। পর্তুগাল বা উরুগুয়ে যেই দলই থাকুক তাঁকে হারিয়ে দিতে পারলে সেমিতে চলে যাবে মেসিরা।

অপরদিকে দ্বিতীয় রাউন্ডে ব্রাজিল মুখোমুখি হচ্ছে মেক্সিকোর সঙ্গে। যদি মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পা রাখে ব্রাজিল, সেখানে ব্রাজিলের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে বেলজিয়াম বা ইংল্যান্ডের মধ্যে একটি দল। যদি ইংল্যান্ড বা বেলজিয়াম দ্বিতীয় রাউন্ডে হেরে যায় সেই ক্ষেত্রে গ্রুপ এইচ থেকে জাপান, সেনেগাল অথবা কলম্বিয়ার সঙ্গে খেলতে হতে পারে নেইমারদের। আর ব্রাজিল কোয়ার্টার ফাইনালে জিতে গেলে পা রাখবে সেমিফাইনালে ।

সেমিফাইলে মুখোমুখি হবে ১ম কোয়ার্টার ফাইনাল জয়ী বনাম ২য় কোয়ার্টার ফাইনাল জয়ী। অর্থাৎ প্রথম কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা যদি পর্তুগাল বা উরুগুয়েকে হারিয়ে দেয় সেই ক্ষেত্রে জয়ী দল হিসেবে আর্জেন্টিনা হবে ১ম কোয়ার্টার ফাইনাল জয়ী দল।

অন্যদিকে ২য় কোয়াটার ফাইনাল বিজয়ী অর্থাৎ ব্রাজিল যদি কোয়ার্টারে তাঁদের সম্ভাব্য প্রতিপক্ষকে হারিয়ে দেয় সে ক্ষেত্রে ২য় কোয়ার্টার ফাইনাল বিজয়ী দল হবে ব্রাজিল।সেই হিসেবে আর্জেন্টিনা মুখোমুখি হবে চিরশত্রু ব্রাজিলের বিপক্ষে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন