দীর্ঘ দিন দলের বাইরে থাকলেও।এ দলে ফিরেই দূর্দান্ত এক সেঞ্চুরি হাঁকালেন সাব্বির রহমান।এখন বাংলাদেশের চট্টগ্রান্মে চলছে বাংলাদেশ এ দল বনাম শ্রীলঙ্গা এ দলের খেলা।প্রথমে চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে টসে জিতে শ্রীলঙ্গা ব্যাট করতে নামে।শ্রীলঙ্গা ৮ উইকেটে ৪৪৯ রান করে ইনিংস ঘোষোনা করে।
বাংলাদেশ ব্যাট করতে নেমে ভাল টক্কর দিচ্ছে বাংলদেশ।১৬৩ রানের মাথায় সৈকত প্রবাথের বলে ঘরে ফিরলেও দারুণ এক সেঞ্চুরি তুলে নেন সাব্বির রহমান।বর্তমানে ১০০ রান ব্যাটিং করছেন বাংলাদেশের এই খেলোয়ার। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৩৬০ রান।
দিনের শুরুতে ৪০৫ রান পিছিয়ে থেকে মাঠে নামে বাংলাদেশ দল। তবে খেলা শুরুর পরেই তুষার ইমরানকে হারাই বাংলাদেশ।ইতিমধ্যে মোসাদ্দেক ও সাব্বির রহমান সেঞ্চুরি করেছেন।বিরতির পর দারুণ এক সেঞ্চুরি করে দলকে আশায় ফেরান মোসাদ্দেক।যদিও ব্যাটিং করতে নেমেই বাংলাদেশ শুরুতেই ৪৪ রান করতেই দুই উইকেট হারায়।তার পরে ববশ্য দলের হাল ধরেন তুষার ইমরান অধিনাক্যক মোসাদ্দেক। দিন শেষে বাংলাদেশের রান সংখ্যা এখন ৩৬০/৪।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন