শ্বাসরুদ্ধকর এক ম্যাচে নাইজেরিয়াকে ২-১ ব্যবধানে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে ওঠে আর্জেন্টিনা। মেসি এবং মার্কস রোহোর গোলে গ্রুপের রানার্সআপ হয় তারা। দ্বিতীয় রাউন্ডে উঠলেও মেসিদের জন্য অশনি বার্তা নিয়ে আসছে হলুদ কার্ড। নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচে আর্জেন্টিনার তিনজন ফুটবলার হলুদ কার্ড পান। মাচেরানো, এভার বানেগা এবং লিওনেল মেসির মতো তিন গুরুত্বপূর্ণ খেলোয়াড় হলুদ কার্ড পাওয়া আতঙ্কে রয়েছে আর্জেন্টিনা। কেননা, ফ্রান্সের বিপক্ষে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে যদি আরেকটি হলুদ কার্ড পান তাহলেই কোয়ার্টার ফাইনালে আর খেলা হবে না তাদের।
মেসি, মাচেরানো, বানেগার মতো সমস্যায় রয়েছে মার্কাদো, ওটামেন্ডি ও আকুনিয়া। ক্রোয়েশিয়ার বিপক্ষে হলুদ কার্ড পেয়েছিলেন তারা। তাই ফ্রান্সের বিপক্ষে যদি এই ছয়জন ফুটবলার প্রথম একাদশে নামেন তাহলে ৬ হলুদ কার্ড নিয়ে বেশ চিন্তিত অবস্থায় খেলতে হবে তাদের।
আতঙ্কের মাঝে আশার বাণীও রয়েছে। যদি কোনোমতে ফ্রান্সের বিপক্ষে ম্যাচটি হলুদ কার্ডবিহীন কাটাতে পারেন এবং আর্জেন্টিনা যদি কোয়ার্টার ফাইনালে ওঠে তাহলে গায়ে একটি হলুদ কার্ডের তকমা মুছে যাবে। পুরোপুরি কার্ডহীন হয়েই কোয়ার্টার ফাইনালে নামবে মেসিরা।-জাগোনিউজ২৪
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন