নাইজেরিয়ার বিপক্ষে আর গোলপোস্টের নিচে দেখা যাচ্ছে না সময়ের আলোচিত গোলকিপার ক্যাবিয়ারোকে। আগের ম্যাচে তার দুর্বল ভুলে ম্যাচ হারতে হয় আর্জেন্টিনাকে। আর পরবর্তী ম্যাচে গোলকিপার হিসেবে দেখা যাবে রিভার প্লেটের ফ্রাঙ্কো আরমানিকে।নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়েই বিশ্বকাপে অভিষেক ঘটবে এই তারকার। তবে আর্জেন্টিয়ান ভক্তদের প্রশ্ন থাকতেই পারে এই আরমানিকে নিয়ে।
কে এই আরমানি? পুরো নাম ফ্রাঙ্কো আরমানি। ৬ ফিট ২ ইঞ্চি লম্বা ৩২ বছর বয়সী এই ফুটবলারের ক্যারিয়ার শুরু হয় ২০০৬ সালে।সর্বশেষ আর্জেন্টিনার সুপারকোপায় তার জন্যই শিরোপা জিতে তার দল রিভার প্লেট। সেই ম্যাচে তাদের চির প্রতিদ্বন্দ্বী বোকা জুনিয়র্সকে হারিয়ে টুর্নামেন্ট সেরা হয় রিভার প্লেট। ফাইনাল সেই ম্যাচে আরমানি হোন ম্যাচসেরা।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন