বাংলাদেশের ক্রিকেট অঙ্গনের এক সম্ভাবনাময়ী ক্রিকেটারের নাম মোহাম্মদ সাইফউদ্দিন। ভবিষ্যতে একজন আদর্শ পেস বোলিং অলরাউন্ডার হিসেবে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার সকল গুণই রয়েছে তাঁর মধ্যে।যদিও জাতীয় দলের হয়ে এখনও খুব একটা নিজেকে মেলে ধরতে সফল হননি ২১ বছর বয়সী এই টাইগার ক্রিকেটার। এখন পর্যন্ত ৩টি ওয়ানডেতে ব্যাট হাতে মাত্র ৭৫ রান করার পাশাপাশি ১টি উইকেট শিকার করেছেন তিনি।
সর্বশেষ গত ফেব্রুয়ারিতে দেশের জার্সিতে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছিলেন সাইফউদ্দিন। সেই টি টুয়েন্টি ম্যাচে ব্যাট হাতে ২০ রান করলেও পরবর্তী বোলিংয়ে ৪৬ রান দিয়েছিলেন তিনি।এরপরেই তাঁকে বাদ পড়তে হয় জাতীয় দল থেকে। বর্তমানে নিজেকে আরো বেশি শাণিত করে তোলার চেষ্টায় পরিশ্রম করে যাচ্ছেন এই তরুণ অলরাউন্ডার। বিসিবির হাই পারফর্মেন্স ইউনিটের বোলিং কোচ চম্পকা রামানায়েকের সাথে কাজ করছেন তিনি। এই প্রসঙ্গে সাইফউদ্দিন নিজেই বলেছেন,
‘ইনশাল্লাহ চেষ্টা করবো এখান থেকে ওভারকাম করার। যতটুকু সময় পাচ্ছি চম্পকার সাথে কাজ করার চেষ্টা করছি বিশেষ করে নিজেও বাড়তি সময় দিচ্ছি বিভিন্ন ভ্যারিয়েশনগুলোর জন্য। আশা করি সামনে ভালো কিছু হবে।’জাতীয় দলের হয়ে ৬টি টুয়েন্টি খেলার পর দলের বাইরে চলে গিয়েছেন সাইফউদ্দিন। সুতরাং স্বাভাবিকভাবেই একধরনের খারাপ লাগা কাজ করছে তাঁর মধ্যে। যদিও আবারো দেশের হয়ে খেলার জন্য নিজেকে তৈরি করতে বদ্ধ পরিকর তিনি। এই প্রসঙ্গে তাঁর ভাষ্য,
‘আসলে খারাপ লাগারই কথা। তবে এরই মধ্যে মানিয়ে নিয়েছি। কারণ খেলোয়াড়দের এমন হবেই, ভালো সময়, খারাপ সময় সবকিছুর মধ্য দিয়ে যেতে হয়। তবে ইনশাল্লাহ সবকিছু ওভারকাম করে আবারো ফিরতে পারবো।’
সাইফউদ্দিন কথা বলেন জাতীয় দলে সুযোগ পাওয়ার মানদন্ড নিয়েও। তাঁর মতে ঘরোয়া ক্রিকেটে যাদের পারফর্মেন্স ভালো তারাই সুযোগ পাবে জাতীয় দলে। পাশাপাশি মানসিক দিক থেকে শক্ত থাকাকেও জরুরী বলে বিশ্বাস করেন তিনি,‘আমার মনে হয় সবার ঘরোয়া ক্রিকেট পারফর্মেন্স ভালো বিধায় তারা সুযোগ পায়। আর মানসিক দিক থেকে শক্ত থাকলে জাতীয় দলে বেশি সমস্যায় পড়তে হয়না।’
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন