আপাতত বাইশ গজে মুখোমুখি হওয়ার তেমন কোন সম্ভাবনা নেয় বাংলাদেশ-স্কটল্যান্ডের। তবে সে আশা না থাকলেও বাংলাদেশকে চোখ রাঙ্গানিটা ঠিকই দিচ্ছে স্কটিশরা।ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট টি-টোয়েন্টির র্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান দশ নাম্বারে। যেখানে এগারো নাম্বারে থাকা স্কটল্যান্ডের সুযোগ থাকছে বাংলাদেশকে টপকে যাওয়ার।
সদ্য শেষ হওয়া আফগানিস্তান সিরিজটা একদম যাচ্ছেতাই গেছে টিম বাংলাদেশের জন্য। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটা ৩-০ তে হেরেছে টাইগাররা। দলের এমন ভরাডুবির খেসারত হিসাবে র্যাংকিংয়ে আগের থেকে ৫ রেটিং পয়েন্ট কমে ৭০ হয়েছে বাংলাদেশের রেটিং পয়েন্ট। আর এতেই বাংলাদেশকে ছাড়িয়ে র্যাংকিংয়ে উপরে উঠে আসার মোক্ষম সুযোগটা পাচ্ছে স্কটল্যান্ড।
বর্তমান ৭০ রেটিং পয়েন্ট নিয়ে দশে থাকা বাংলাদেশ থেকে মাত্র ৪ পয়েন্ট দূরে অর্থাৎ ৬৬ রেটিং পয়েন্ট নিয়ে এগারো নাম্বারে অবস্থান করছে স্কটল্যান্ড। আগামী মঙ্গল ও বুধবার এডিনবরায় পাকিস্তানের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি খেলবে স্কটিশরা। যেখানে দুটি ম্যাচের যেকোনো একটিতে জিততে পারলেই বাজিমাত করবে দলটি, বাংলাদেশকে টপকে দশে উঠে যাবে তারা।
এদিকে ১৩০ রেটিং পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষ দল পাকিস্তান। এশিয়ার এই ক্রিকেট পরাশক্তিদের থেকে চার পয়েন্ট পেছনে থেকে ১৩৬ রেটিং নিয়ে দুইয়ে আছে অস্ট্রেলিয়া। ১২৩ রেটিং পয়েন্টে তিনে ভারতের অবস্থান তিনে।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন