আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে ৪৫ রানের বড় ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। এরপর গত ৫ই জুন অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ৬ উইকেটে হারায় আফগানরা।
এরই ফলে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-০ তে এগিয়ে সিরিজ জিতে যায় আফগানরা। আজ ৭ই জুন সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে আফগানদের মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হবে ম্যাচটি।
তবে সিরিজের দ্বিতীয় ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধাচারণ করে শারিরীক অঙ্গভঙ্গির কারণে বাংলাদেশের পেসার রুবেল হোসেনকে তিরস্কার করেছে আইসিসি। একই সঙ্গে তার নামের পাশে একটি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে। মূলত ম্যাচের ১১তম ওভারে সামিউল্লাহ সেনওয়ারির বিপক্ষে রুবেলের এলবিডব্লিউয়ের আবেদন নাকচ করে দেন আম্পায়ার।
আর সেসময় হাত নিচের দিকে নামিয়ে ও মাথা ঝাঁকিয়ে আম্পায়ারের সিদ্ধান্তের বিরোধিতা করেন জাতীয় দলের এই পেসার। এরপর আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যাপারটি জানায়। তবে রুবেল ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের কাছে দোষ স্বীকার করে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন