শিরোনাম

প্রচ্ছদ /   জাতীয় সংগীতের সময় সুর না মেলানোর কারন জানালেন তামিম

জাতীয় সংগীতের সময় সুর না মেলানোর কারন জানালেন তামিম

Avatar

সোমবার, জুন ৪, ২০১৮

প্রিন্ট করুন

দল হারলে যে কতো কথাই না শুনতে হয়। সেটাই দেখা গেল গতকাল বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচে। জাতীয় সংগীতের সাথে সুর না মেলানোয় তুলোধুনো হতে হয় তামিমকে।

কিন্তু সেটার পিছনে অবশ্য বেশ ব্যাখাও আছে। কেননা জাতীয় সংগীত বাজানোর সময় সেটা শুনতে পাননি সমর্থকরা। সেটা হয়েছিলো তামিমের ক্ষেত্রেও। সেটা নিয়ে অবশ্য ব্যাখা করেছেনও তামিম।

তামিম বলেন ,’ রোববারের প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি টিভিতে দেখার সময় অনেক সমর্থক ভুল বুঝে থাকতে পারেন। জাতীয় সংগীত চলার সময় দলের অনেক খেলোয়াড়ের চেহারায় গড়বড় দেখা যাচ্ছিল। আসল ঘটনা হলো, আফগানিস্তানের জাতীয় সংগীত শোনা গেলেও যে কোনো কারণেই হোক বাংলাদেশের জাতীয় সংগীত মাঠ থেকে শোনা যাচ্ছিল না। খেলোয়াড়রা সেটার জন্য অপেক্ষা করছিল। মজার ব্যাপার হলো, টিভির দর্শকরা হয়তো জাতীয় সংগীত শুনে থাকতে পারেন। আমরা খেলোয়াড়রা সেটা শুনতে পাচ্ছিলাম না।’

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন