বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে রবিবার রাতে সুইজারল্যান্ডের কাছে হোচট খেল রাশিয়া বিশ্বকাপের অন্যতম ফেভারিট দল স্পেন। সুইজারল্যান্ডের সাথে ১-১ গোল ড্র করে দলটি।
তবে এই ম্যাচে ডেভিড ডি গিয়ার ভুলের কারনে গোল খেলেও স্পেনের আক্রমন ভাগ ছিলো অনেকটাই নিষ্প্রভ। বিশেষ করা কস্তার ভূমিকা নিয়ে উঠে অনেক প্রশ্ন। তবে কস্তার উপরে ভরসা আছে কোচের।
এই ব্যাপারে স্পেন কোচ বলেন ,’ ‘না, আমি বিশ্বাস করি না ডিয়েগো এতটাই অচল হয়ে গেছে। আমাদের হাতে আরও বিকল্প আছে। ইয়াগো আসপাস ডান পাশে খেলতে পারে তারপরে রদ্রিগো ও কস্তা তো আছেই। আমার হাতে বিকল্প আছে, এগুলোর মিশ্রণেই আমাদের ভাল করতে হবে। তবে হ্যাঁ, অবশ্যই আরও উন্নতি করতে হবে আমাদের।’
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন