শিরোনাম

প্রচ্ছদ /   বিশ্বকাপে ব্রাজিলের বাম্পার অফার

বিশ্বকাপে ব্রাজিলের বাম্পার অফার

Avatar

রবিবার, জুন ৩, ২০১৮

প্রিন্ট করুন

হেক্সার লক্ষ্যে ব্রাজিল। চলতি মাসের ১৭ তারিখ মাঠে নামছে সেলেকাওরা। সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচ ব্রাজিলের।

মাঠে নামার আগেই নেমারদের জন্য বিশাল অঙ্কের বোনাস ঘোষণা করে দিয়েছে ব্রাজিল ফুটবল ফেডারেশন। ইংলিশ সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, বিশ্বকাপ এবার ঘরে তুলতে পারলে স্কোয়াডে থাকা প্রতিটি ফুটবলারকেই দেওয়া হবে ৭ লক্ষ ৫০ হাজার পাউন্ড। বাংলাদেশি টাকায় যার পরিমাণ ৬৭,০৬১,৬৫৮০.৫৬ টাকা ।

বিশ্বকাপের বল গড়ানোর আগে বিভিন্ন দেশের ফুটবল ফেডারেশন বোনাস ঘোষণা করে থাকে। প্রতিবার বিশ্বকাপের আগেই এমন ঘোষণা করে থাকে। গতবার ঘরের মাঠে ষষ্ঠবার বিশ্বজয়ের স্বপ্ন নিয়ে নেমেছিল ব্রাজিল। জার্মানির কাছে ৭-১ গোলে বিপর্যস্ত হয়ে ছিটকে যেতে হয়েছিল টুর্নামেন্ট থেকে। এবারও ব্রাজিলের দিকে নজর গোটা বিশ্বের। ষষ্ঠবার বিশ্বকাপ ঘরে তুলতে পারলে বোনাস হিসেবে ব্রাজিলীয় ফুটবল ফেডারেশনের কাছ থেকে পাবে বিশাল অঙ্কের বোনাস।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন