নারায়ানগঞ্জে লাল্পুরে একটা ৬ তালা বাড়ীর পুরোটাই রঙ করা ব্রাজিলের পতাকা দিয়ে। এই যেন ভাস্যমান একটা ছবি। ২০১০ সালে বারীটি ২য় তালা থাকলেও এবার করা হয়েছে ৬ তালা।
বাড়ীটির ৬ তালা পর্যন্তেই করা হয়েছে ব্রাজিলের রঙ। আর সেটা করেছেন বাড়ীটির মালিক টুটুল। লালপুর এলাকার বাসিন্দা জয়নাল আবেদিন টুটুল, ২০১০ সালের বিশ্বকাপের সময় প্রথম নিজের বাড়ি সাজিয়ে ছিলেন। সে সময় তার বাড়িটি ছিল দোতলা। নানা অপ্রীতিকর ঘটনা ব্রাজিলের প্রতি টুটুলের ভালোবাসা একটুও কমাতে পারেনি। আগের বাড়ি ভেঙ্গে এখন ছয়তলা বানিয়েছেন বেসরকারি একটি প্রতিষ্ঠানে এই কর্মকর্তা।
ভেতরে আধুনিক সুবিধাসহ সিসি ক্যামেরার কড়া নিরাপত্তা বাড়ি জুড়ে। প্রিয় দলের প্রতি ভালোবাসার নজির সৃষ্টি করতে নিজের ছয়তলা বাড়িটি ব্রাজিলের পতাকার রঙে রাঙিয়েছেন তিনি। যা এরইমধ্যে আলোড়ন তুলেছে দেশ থেকে বিদেশেও। শুধু বাড়িকে ব্রাজিলের পাতাকায় সাজানোই নয়, বাড়ির নামের প্লেটেও এই বাড়ির পরিচিতি এখন ‘ব্রাজিল বাড়ি’।
এই খবর শুনেই ব্রাজিলের ঢাকাস্থ দূতাবাসের ডেপুটি কমিশনার টুটুলকে রবিবার দেখা করার আমন্ত্রন জানিয়েছেন। যা নিশ্চিত করেছেন টুটুল নিজেই।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন