এবারের আইপিএলে নিশ্চিত হলো প্লে অফের চার দল। পয়েন্টে টেবিলের ভিত্তিতে সেই চার দল হচ্ছে সানরাইজার্স হায়দরাবাদ, চেন্নাই সুপার কিংস, কলকাতা নাইট রাইডার্স এবং রাজস্থান রয়্যালস।কলকাতা নাইট রাইডার্স প্লে-অফে রাজস্থানের মুখোমুখি হচ্ছে নিজেদের মাঠ ইডেনে গার্ডেনেই। পয়েণ্ট টেবিলের সেরা দুই দল সানরাইজার্স হায়দরাবাদ এবং চেন্নাই সুপার কিংস মুখোমুখি হবে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। দুই দলই ১৮ পয়েন্ট পেলেও নেট রান রেটে চেন্নাইয়ের (০.২৫৩) চেয়ে এগিয়ে থাকায় এক নম্বরে থাকল হায়দরাবাদই (০.২৮৪)।
আইপিএলের নিয়মানুসারে পয়েন্ট টেবিলের সেরা দুই দল খেলবে প্রথম কোয়ালিফায়ারে। এই ম্যাচের জয়ী দল সরাসরি চলে যাবে ফাইনালে। পরাজিত দলের বিদায় ঘটবে না। তাদের জন্য সুযোগ থাকবে আরও একটি। আর পয়েণ্ট টেবিলের তৃতীয় এবং চতুর্থ দল মুখোমুখি হবে ইলিমিনেটর রাউন্ডে।
এই ম্যাচের পরাজতি দলের বিদায় নিশ্চিত হয়ে যাবে; কিন্তু জয়ী দলের ফাইনাল নিশ্চিত হবে না। তারা দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হবে প্রথম কোয়ালিফায়ারের পরাজিত দলের সঙ্গে। এই ম্যাচে জয়ী দলই উঠবে ফাইনালে।
আইপিএল প্লে-অফের সূচি: ২২ মে, সন্ধ্যা ৭.৩০টা, সানরাইজার্স হায়দরাবাদ-চেন্নাই সুপার কিংস। ২৩ মে, সন্ধ্যা ৭.৩০টা, কলকাতা নাইট রাইডার্স-রাজস্থান রয়্যালস। ২৫ মে, সন্ধ্যা ৭.৩০টা, দ্বিতীয় কোয়ালিফায়ার। ২৭ মে, সন্ধ্যা ৭.৩০টা, ফাইনাল।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন