গ্রুপ পর্বে সবশেষে থাকা দলের খেলোয়ারের অবস্থান সবার উপরে। চলতি আইপিএলে সিজন ইলেভেনে সর্বোচ্চ চার-ছয় কিংবা ইনিংস সবই দিল্লি ডেয়ারডেভিলসের ব্যাটসম্যান ঋষভ প্রান্তের দখলে। অরেঞ্জ ক্যাপের দাবিদার এই ক্রিকেটার সর্বশেষ মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ৬৪ রানের ইনিংস খেলেছেন।
দিল্লির জার্সি গায়ে তিনি সর্বশেষ মুম্বাই ইন্ডয়িান্স বিপক্ষে খেলতে নেমে ৬৪ রানের ইনিংস খেলেছেন। এখনো কোয়ালিফায়ার-এলিমিনেটর ও ফাইনাল বাকি। সানরাইর্জাস হায়দ্রাবাদ ক্যান উইলয়িামসন দ্বিতীয় সর্বোচ্চ রান ৬৬১ করেন। তিনি ৫৪ চার ও ২৬ ছয় করেছেন।হয়তো এই ম্যাচগুলোতে কউে না কউে ঋষভরে রর্কেডগুলো ভঙ্গেে দবে।তারপরও ভারত তো অন্তত একজন জনেুইন ব্যাটসম্যান পলে।
এক ঝলকে তা দেখে নেয়া যাক লিগ শেষে ব্যক্তিগত পরিসংখ্যান:
অরেঞ্জ ক্যাপ: ঋষভ প্রান্ত (৬৮৪ রান)
পার্পল ক্যাপ: অ্যান্ড্রু তাই (২৪ উইকেট)
সর্বাধিক ছক্কা: ঋষভ প্রান্ত (৩৭)
সর্বাধিক চার: ঋষভ প্রান্ত (৬৮)
সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস: ঋষভ প্রান্ত (অপরাজিত ১২৮)
সেরা বোলিং: অঙ্কিত রাজপুত (৫/১৪)
সর্বাধিক ডট বল: উমেশ যাদব (১৪৮)
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন