শিরোনাম

প্রচ্ছদ /   একরাশ হতাশা নিয়ে দেশে ফিরলেন মোস্তাফিজ

একরাশ হতাশা নিয়ে দেশে ফিরলেন মোস্তাফিজ

Avatar

সোমবার, মে ২১, ২০১৮

প্রিন্ট করুন

বড় আশা করেই বাংলাদেশের বাঁ হাতি পেসারকে নিয়েছিল মুম্বাই। বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাইয়ের টুর্নামেন্টটা যেমন ভালো যায়নি, একরাশ হতাশা নিয়ে মোস্তাফিজকেও দেশে ফিরতে হচ্ছে। মোস্তাফিজকে একাদশে সুযোগ দিয়েছেন লঙ্কান কোচ আইপিএলের শুরু থেকেই। নিজেদের প্রথম ছয়টি ম্যাচে মোস্তাফিজের পারফরম্যান্স ছিল ভালো-মন্দে মেশানো।

৬ ম্যাচের তিনটিতে ভালো বোলিং করেছেন, তিনটিতে বাজে। ভালো-খারাপের শতাংশ যখন ৫০-৫০, বাঁ হাতি পেসারকে আরেকটু সুযোগ দেওয়া যেত কি না, সে প্রশ্ন অবশ্য তোলা যায়। এবারের আইপিএলে ৭ ম্যাচ খেলে ৭ উইকেট পেয়েছেন মোস্তাফিজ। মোস্তাফিজকে বেশি পোড়াবে তাঁর ইকোনমি রেটটা—৮.৩৬। ২০১৬ আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে যেখানে তাঁর ইকোনমি ছিল ৬.৯০।

গত আইপিএলে খেলার সুযোগ পেয়েছেন মাত্র ১টি ম্যাচ, এবার সেখানে ৭টি। ম্যাচসংখ্যায় পার্থক্য থাকলেও একটি জায়গায় বদলায়নি, এবারও ভালো যায়নি মোস্তাফিজের আইপিএল।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন