প্রথম রাউন্ড অর্থাৎ গ্রুপ পর্ব শেষ। গ্রুপ পর্ব শেষে ১৪ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে সবার উপরে অবস্থান সাকিব আল হাসানের সানরাইজার্স হায়দ্রাবাদ। ১৪ ম্যাচের মধ্যে ৯টি জয় তাদের। আর এই সময়ে সানরাইজার্সের সেরা পারফর্মারদের একজন ছিলেন সাকিব আল হাসান। খেলেছেন সানরাইজার্সের প্রতিটি ম্যাচেই।এই ১৪ টি ম্যাচের ১০টিতে ব্যাট হাতে নামার সুযোগ হয়েছে সাকিব আল হাসানের।
এই সময়ে তিনি করেছেন ১৭৬ রান। গড় ২২.০০। স্ট্রাইক রেট ১৩৫.২৫। ১০ ইনিংসে ১৮টি চারের সাথে ৪টি ছক্কা মেরেছেন এই বাংলাদেশি তারকা। সাকিব সানরাইজার্সের তারকাদের মধ্যে ৫ম সর্বোচ্চ রান সংগ্রাহক। তার উপরে আছে উইলিয়ামস (৬৬১), শিখর ধাওয়ান (৪৩৬), মানিশ পান্ডে (২৭৬), ইউসুফ পাঠান (১৮৮)।
বল হাতেও সাকিব ছিলেন দুর্দান্ত। নিয়েছেন ১৪ ম্যাচে ১৩ উইকেট। আছেন তিন নম্বরে। তার উপরে আছে কেবল রশিদ খান ও সিদ্ধার্থ কুল। এই ১৪ ম্যাচে সাকিব রান দিয়েছেন ৪০৫টি। রশিদ খান রান দিয়েছেন ৪০৪টি। সিদ্ধার্থ কুল রান দিয়েছে ৪৪০।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন