এবারের আইপিএলে বেশ দুর্দান্ত ছিলেন সাকিব আল হাসান। এই সিজনে সাকিব একবারও ম্যান অফ দ্য ম্যাচ না হলেও খেলেছেন দারুন সব ইনিংস। দলের প্রয়োজনে ব্যাট এবং বল হাতে জ্বলে উঠেন তিনি। তবে সাকিবের ক্যারিয়ারের সেরা আইপিএল ছিলো ২০১৪র আইপিএল। কলকাতাকে শিরোপা জিতাতে সাকিব মাত্র সাড়ে ৬,৬ ইকোনামিতে ১৩ ম্যাচে ১১ উইকেট শিকার করেন এবং ব্যাট হাতে ১৩ ম্যাচে ১৪৯ স্ট্রাইক রেট ও ৩২ এভারেজ এ ২২৭ রান করেন ।
২০১২ তে কলকাতাকে শিরোপা জেতাতে সাকিব মাত্র ৮ ম্যাচে সাড়ে ৬ ইকোনামিতে ১২ উইকেট নিলে ও ব্যাট হাতে করেন মাত্র ১৬ গড়ে ৯১ রান ।এবার সাকিব সব ম্যাচেই সুযোগ পেয়েছেন ১৪ ম্যাচে ১৩ উইকেট শিকার করেছেন এবং ব্যাট হাতে করেছেন ১৭৬ রান ।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন