এবার আইপিএল সাকিবকে নিয়ে হয়ে গেল অদ্ভুত এক জরিপ। গতকাল রাজীব গান্ধী স্টেডিয়ামে হায়দরাবাদের খেলা চলা কালীন সাকিব আল হাসানকে অন্য এক কারণে বারবার দেখাচ্ছিল টিভি ক্যামেরা। এই সময় সাকিবের দুটি ছবি নিয়ে বারবার তুলনা করা হচ্ছিল। একটি গতকালের ছবি, অন্যটি গতকালের আগের। এরপর সাকিবকে নিয়ে অদ্ভুত একটা জরিপ করা হলো।
জরিপটি ছিল এই রকম যে দাড়িসহ নাকি ক্লিন শেভড—কোন সাকিবকে বেশি ভালো লাগে? এই জরিপে দর্শকরাও দারুণ সাড়া দিয়েছেন।
আইপিএলের ওয়েবসাইটে জরিপের ফলাফলে দেখা গেল, রাত আটটা পর্যন্ত ভোট পড়েছে ৮৭ হাজারে বেশি। ৫৫ শতাংশ দর্শক ভোট দিয়ে জানিয়েছেন, দাড়িওয়ালা সাকিবকে তাঁদের বেশি ভালো লাগে। বাকি ৪৫ শতাংশ সাকিবের ক্লিনশেভড চেহারার পক্ষে।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন