বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছিলেন সৌম্য সরকার। মূলত বাজে পারফরম্যান্সের কারণেই বাদ পড়েছিলেন। সর্বশেষ শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিত নিদাহাস ট্রফিতে ৫ ম্যাচে মাত্র ৫০ রান করেছিলেন তিনি। আর এসব বিবেচনায় বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েন তিনি। তবে আসন্ন আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য ঘোষিত ১৫ সদস্যের স্কোয়াডে জায়গা পেয়েছেন তিনি।
এর কারণ জানতে চাইলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘টি-টোয়েন্টি ফরম্যাটে আমরা যত খেলোয়াড় নিয়ে চিন্তা করি, ওর (সৌম্য) কথাটা সবার আগে চলে আসে। ওর বিষয়টি নিয়ে আমরা অধিনায়ক ও কোচের সঙ্গেও আলোচনা করেছি। তারা সৌম্যর ব্যাপারে ইতিবাচক। কোর্টনি ওয়ালশের সঙ্গে তো আমাদের সব সময়ই কথা হয়। যেহেতু ও নিদাহাস ট্রফিতে ছিল, তাই তার পরামর্শও আমরা নিয়েছি।’
তিনি আরো বলেন, ‘প্রতিটি সিরিজ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। টি-টোয়েন্টি সিরিজে কিন্তু র্যাঙ্কিংয়ে আমার অনেকটা পিছিয়ে আছি। আমাদের সেরা দলটা তাই পাঠানোর চিন্তা করেছি। সামনে ওয়েস্ট ইন্ডিজ সফরও আছে। চেষ্টা করেছি আমাদের সম্ভাব্য সেরা দলটা গঠন করতে।’
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন