আইপিএলের আজকের খেলায় মুখোমুখি হবে দিল্লি ও মুম্বাই। দিল্লির নিজেরদের মাঠে মুম্বাইয়ের বিপক্ষে লড়বে তারা। বাংলাদেশ সময় সারে চারটায় ফিরোজ শাহ কোটলায় ম্যাচটি শুরু হবে।গ্লেন ম্যাক্সওয়েল ও আভেশ খান আউট, মানজট কালরা ও লিয়াম প্ল্যাংকেট ইন। বারবার ব্যর্থ হয়েও ম্যাক্সওয়েল কিভাবে সেরা একদশে সুযোগ পান? ঠিক এমন হাজারো প্রশ্নে প্রতিনিয়ত বিদ্ধ হতে হয়েছে দিল্লি টিম ম্যানেজম্যান্টকে।
চলতি আইপিএলে দেখার মতো কোন দৃষ্টিনন্দন ম্যাচ উপহার দিতে পারেননি অজি হার্ডহিটার। তারপরও তারকা খেতাবে বারবারই খেলেছেন তিনি।তবে শেষ পর্যন্ত গর্তে পড়ে টনক নড়েছে দিল্লি টিম ম্যানেজম্যান্টের। উড়ো কথা, নিজেদের শেষ ম্যাচে সেরা একাদশ থেকে চাঁটাই করা হয়েছে ম্যাক্সওয়েলকে। তার বদলে ভারতের তরুণ উদীয়মান মানজট কালরা সুযোগ পেতে পারেন।
দিল্লির সম্ভাব্য একাদশ: পার্থিব শাহ, মানজট কালরা, শ্রেয়াস অ্যায়ার (অধিনায়ক), ঋষাভ প্রান্ত (উইকেটরক্ষক), বিজয় শংকর, অভিষেক শর্মা, হার্শাল প্যাটেল, লিয়াম প্ল্যাংকেট, অমিত মিশ্রা, সানদ্বীপ লামিচান, ট্রেন্ট বোল্ট।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন