শিরোনাম

প্রচ্ছদ /   সোহানকে নিয়ে নির্বাচকদের ‘ভিন্ন চিন্তা’

সোহানকে নিয়ে নির্বাচকদের ‘ভিন্ন চিন্তা’

Avatar

রবিবার, মে ২০, ২০১৮

প্রিন্ট করুন

নিধাস ট্রফির দলে ছিলেন কিন্তু ম্যাচ পাননি নুরুল হাসান সোহান। আফগানিস্তানের বিপক্ষে সিরিজে তাকে দলেই রাখেননি নির্বাচকরা। প্রশ্ন উঠাই স্বাভাবিক কী দেখে তাহলে বাদ দেয়া হল এই উইকেটকিপার-ব্যাটসম্যানকে?উত্তরটা দিয়েছেন মিনহাজুল আবেদিন নান্নু। তবে প্রধান নির্বাচক যে কথা শুনিয়েছেন তাতে বাদ পড়ার হতাশা দূরে সরিয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরের প্রস্তুতি শুরু করে দিতে পারেন সোহান। এই তরুণকে ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্ট দলে রাখার কথা ভাবা হচ্ছে।

রোববার বিসিবির সংবাদ সম্মেলন কক্ষে ১৫ সদস্যের দল ঘোষণা করার পর ব্যাখ্যায় মিনহাজুল বলেন, ‘ আফগানিস্তানের বিপক্ষে তিনটা টি-টুয়েন্টি, শর্ট ফরম্যাটের খেলা। ওকে (সোহান) নিয়ে ভিন্ন চিন্তা আছে আমাদের। সামনে লম্বা সফর (ওয়েস্ট ইন্ডিজে) আছে। প্রস্তুতি দরকার। টি-টুয়েন্টি দল থেকে ইমরুল কায়েসকেও অফ করা হয়েছে।’‘তাছাড়া দলে সোহান ছাড়াও দুইজন উইকেটরক্ষক আছে। মুশফিক শর্ট ফরম্যাটে কিপিং ভালো করছে। এজন্য সোহানকে বাইরে রাখা হয়েছে।’ -বলেন মিনহাজুল।

ইমরুল-সোহান ছাড়াও বাদ পড়েছেন তাসকিন আহমেদ। এই পেসারের বাদ পড়ার কারণ পিঠের চোট। প্রধান নির্বাচক আশা করছেন ওয়েস্ট ইন্ডিজ সফরেরর আগেই পাওয়া যাবে ফিট তাসকিনকে, ‘নিধাস ট্রফিতে গিয়েই কিন্তু তাসকিন ইনজুরিতে পড়েছে। বিশ্বাস করি ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে ঠিক হয়ে যাবে।’ভারতের দেরাদুনে আফগানদের বিপক্ষে টাইগারদের ম্যাচ ৩, ৫ ও ৭ জুন। দেশে ফিরে সপ্তাহখানেক অনুশীলন করে ২১ জুন ওয়েস্ট ইন্ডিজ রওনা হওয়ার কথা তাদের। সিরিজ শুরু হবে টেস্ট দিয়ে। পরে ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজ।
সূত্রঃ চ্যানেল আই অনলাইন

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন