শিরোনাম

প্রচ্ছদ /   আফগানিস্তান সিরিজে দারুণ চমক দেখাতে চান রুবেল

আফগানিস্তান সিরিজে দারুণ চমক দেখাতে চান রুবেল

Avatar

রবিবার, মে ২০, ২০১৮

প্রিন্ট করুন

আফগানিস্তান সিরিজের জন্য ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। আগামী মাসে ভারতের দারুদানে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ জাতীয় দল। ৩, ৫, এবং ৭ জুন ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে।নিদাহাস ট্রফির ফাইনালের শেষ দুই ওভারে ভারতের জয়ের জন্য প্রয়োজন ছিল ৩৪ রান। তখন এক ধরণের বিজয় উল্লাসের প্রস্তুতি নিয়েছিল বাংলাদেশ সমর্থকরা। কিন্তু রুবেল হোসেন ১৯তম ওভারে ২২ রান দিলে ম্যাচ হেলে যায় ভারতের দিকে। স্বপ্ন ভেঙ্গে যায় বাংলাদেশের।

অথচ এই রুবেল হোসেনই ইংল্যান্ডকে হারিয়ে বাংলাদেশকে ২০১৫ সালের বিশ্বকাপে কোয়াটার ফাইনালে তুলে দিয়েছিলেন। সেই ম্যাচে জয়ের জন্য ইংল্যান্ডের দরকার শেষ ১২ বলে ১৬ রান। হাতে দুই উইকেট। এমন উত্তেজনাপূর্ণ ম্যাচে অসাধারণ বোলিং করে দলকে ঐতিহাসিক এক জয় উপহার দিয়েছিলেন রুবেল।

সেই রুবেলই আজ রোববার কলম্বোয় হতাশ করলেন দেশের ক্রিকেটপ্রেমী মানুষদের। রোববার ভারতের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পরাজয়ের পর তাকেই দুষছেন দেশের ক্রিকেটপ্রেমীরা।এবার আফগানিস্তান সিরিজে দারুণ চমক দেখাতে চান রুবেল হোসেন। যদি মূল একাদশে থাকতে পারেন, তাহলে নিদাহাস ট্রফির মতন আরেকবার স্বপ্নভঙ্গ হতে দিতে চান না রুবেল হোসেন।

এদিকে, ১ বছর পরে বাংলাদেশ জাতীয় দলে ফিরলেন মোসাদ্দেক হোসেন সৈকত। শেষে গতবছরের শ্রীলঙ্কা সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন মোসাদ্দেক। এর পরের জুনে ইংল্যান্ডে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেললেও এরপরের চোখের সমস্যার কারণে দল থেকে ছিটকে পড়েন তিনি।ইনজুরি থেকে কাটিয়ে উঠে ছন্দে না থাকায় জাতীয় দল থেকে বাদ পড়েন তিনি। তবে আগামী মাসে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য আবারো দলে সুযোগ পেয়েছেন মোসাদ্দেক হোসেন।আফগান সিরিজের ১৫ সদস্যর দল: সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, অারিফুল হক, নাজমুল ইসলাম অপু, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, আবু হায়দার রনি, রুবেল হোসেন, আবু জাহেদ রাহি।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন