আইপিএলে আজ দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে দিল্লি ডেয়ারডেভিলস ও মুম্বাই ইন্ডিয়ান্স। আজকের ম্যাচটি জিতলেই অনেকটাই্ নিশ্চিত হয়ে যাবে মুম্বাইয়ের প্লে-অফ। কেননা আজ জিতলে তাদের পয়েন্ট হবে ১৪। সমান ১৪ পয়েন্ট থাকলেও রাজস্থানের রান রেট অনেক পিছিয়ে থাকায় পাঁচে নেমে যাবে রাজস্থান। এমনকি পরের ম্যাচে পাঞ্জাব চেন্নাইর বিপক্ষে জিতে ১৪ পয়েন্ট করতে পারলেও বিশাল রান রেটের ব্যবধান গুচিয়ে উঠতে পারবেনা বলেই ধরা যায়। তাই আজকে দিল্লির বিপক্ষে জিতলেই প্লে-অফ নিশ্চিতই বলা যায় মুম্বাইর।
এদিকে মুম্বাইর জন্য এই ম্যাচটি বাঁচা মরার ম্যাচ হলেও দিল্লির জন্য নিয়ম রক্ষার ম্যাচ। কারন আগের ১৩ ম্যাচে ৮ পয়েন্ট সংগ্রহ করা দিল্লির কোন অলৌকিক সম্ভাবনাও নেই প্লে-অফ নিশ্চিত করার। তবে তাই বলে বসে নেই দিল্লি। নিজেদের না পাওয়ার ম্যাচেও মুম্বাইকে নিয়েই বিদায় নিতে মরিয়া এই দলটি।
আর দিল্লি যদি এই কাজটি করতে পারে তাহলে লাভ হবে রাজস্থান ও কিংস ইলিভেন পাঞ্জাবের। এবার দেখার বিষয়, শেষ পর্যন্ত কি হয়।মুম্বাই ইন্ডিয়ান্সের সম্ভাব্য একাদশ: সুর্যকুমার যাদব, এভিন লুইস, ইশান কিষান, রোহিত শর্মা, ক্রুনাল পান্ডে, কাইরন পোলার্ড, হার্ডিক পান্ডেয়া, বেন কাটিং, জসপ্রিত বোমরা, মায়নাক মারকান্দে, ম্যাক্লেনগান।দিল্লির সম্ভাব্য একাদশ: পৃথ্বি শ, শ্রেয়ার আয়ার,গ্লেন ম্যাক্সওয়েল, রিশাব পান্ট, ভিজয় শঙ্কর, হারশাল প্যাটেল, অভিষেক শর্মা, অমিত মিশ্র, ট্রেন্ট বোল্ট, অভিশ খান, সন্দ্বিপ লামিচেন।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন