শিরোনাম

প্রচ্ছদ /   প্লে-অফে কলকাতা, যা বললেন শাহরুখ

প্লে-অফে কলকাতা, যা বললেন শাহরুখ

Avatar

রবিবার, মে ২০, ২০১৮

প্রিন্ট করুন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে পাঁচ উইকেটে জিতে তৃতীয় দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করেছে কেকেআর। এদিকে, ইডেনে দশ দিন মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে ১০২ রানে হারতে হয়েছিল কলকাতাকে। যার পরে কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খান টুইট করে দর্শকদের কাছে ক্ষমা চেয়েছিলেন। তবে পরের তিন ম্যাচ জিতে প্লে-অফে জায়গা করে নেওয়ার দারুণ উচ্ছ্বসিত তিনি।

শনিবার রাতে কলকাতার জয়ের পর শাহরুখ পর পর দু’টি টুইট করেন। নাইট অধিনায়ক দীনেশ কার্তিক ও সুনীল নারাইনের হাসি মুখের ছবি পোস্ট করে ‘কিং খান’ লিখলেন, ‘এই হাসিটা দেখার জন্যই চব্বিশ ঘণ্টা জেগে রয়েছি। ধন্যবাদ দীনেশ কার্তিক। দুরন্ত ‘ইয়ং ম্যান’ প্রসিদ্ধ কৃষ্ণ। রবিন, আমাদের ফের এক সঙ্গে শরীরচর্চা করতে হবে। লিন দুর্দান্ত। সুনীল, দারুণ লাগছে। ঘুমোতে পারছি না।’

এর কিছু পরেই কেকেআরের পতাকা নিয়ে এভারেস্টে উঠতে চলা সমর্থক ওয়াংদি ভুটিয়ার ভিডিও পোস্ট করে শাহরুখের দ্বিতীয় টুইট, ‘ধন্যবাদ ওয়াংদি ভুটিয়া। কেকেআর পরিবার তোমার সাফল্যের জন্য প্রার্থনা করবে। আমরাও তোমার মতো সাহসী হতে চেষ্টা করব।’

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন