আইপিএলের ৫৬তম ম্যাচ খেলেতে বাংলাদেশ সময় সাড়ে ৮টায় মাঠে নামবে চেন্নাই সুপার কিংস ও কিংস ইলাভেন পাঞ্জাব। ম্যাচটি পুনের মহারাষ্ট্র ক্রিকেট এসোসিয়েশন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।ইতিমধ্যেই নিজেদের প্লে-অফ নিশ্চিত করেছে মহেন্দ্র সিং ধোনির দল চেন্নাই সুপার কিংস। চেন্নাই ১৩ টি ম্যাচ খেলে জয় পেয়ে ৮টি তে ও হেড়েছে ৫টিতে। ১৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ২য় স্থান দখল করে রেখেছে ধোনি বাহিনী।
অন্যদিকে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ৭ম অবস্থানে রয়েছে প্রীতি জিন্তার দল কিংস ইলাভেন পাঞ্জাব । পাঞ্জাব ১৩টি ম্যাচ খেলে ৬টি তে জয় পেয়েছে আর হেড়েছে ৭টিতে। তবে একই পয়েন্ট থাকা সত্ত্বেও নিট পয়েন্টের দিক থেকে এগিয়ে আছে পাঞ্জাব।চেন্নাই সুপার সম্ভাব্য একাদশ
শেন ওয়াটসন, অম্বাতি রায়ুডু, সুরেশ রায়না, স্যাম বিলিংস, ধোনি, ডোয়াইন ব্রাভো, রবীন্দ্র জাদেজা, হরভজন সিং, দীপক চাহার, শারদুল ঠাকুর, লুঙ্গি নজিদি
কিংস ইলেভেন পাঞ্জাব সম্ভাব্য একাদশ
লোকেশ রাহুল, ক্রিস গেইল, অ্যারন ফিঞ্চ, যুবরাজ সিং / করুনা নায়ার, মনোজ তিওয়ারি, মার্কাস স্টোনিস / মুজিবুর রহমান, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন (সি), অ্যান্ড্রু টাই, মোয়েত শর্মা, অঙ্কিত রাজপুত
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন