আইপিএলের দুটি প্রতিদ্বন্দ্বীতার ইতি ঘটে গেল। গতকাল রাজস্থানের কাছে হেরে বিদায় নিশ্চিত করল বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। অন্যদিকে পরের ম্যাচেই সানরাইজার্সকে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে কলকাতা নাইট রাইডার্স।
জিতলেই প্লে-অফ এমন সমীকরনের ম্যাচে সানরাইজার্সকে ৫ উইকেটে হারিয়েছে কলকাতা। সানরাইজার্সের করা ১৭৩ রানের টার্গেট ৫ উইকেট ও ২ বল হাতে রেখে টপকে যায় কার্তিকের দল।
এই দুই ম্যাচের ফলে আইপিএলের শেষ চারের তিন দল নিশ্চিত হল। সানরাইজার্স, চেন্নাই ও কলকাতা। বর্তমানে চতুর্থ স্থানে আছে রাজস্থান। তবে মুম্বাই জিতলেই তাদের চলে যেতে হবে পাঁচে এবং বিদায় নিবে তারা।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন