শিরোনাম

প্রচ্ছদ /   আফগানিস্তান সিরিজে রোজা রেখে খেলতে হবে না বাংলাদেশকে

আফগানিস্তান সিরিজে রোজা রেখে খেলতে হবে না বাংলাদেশকে

Avatar

রবিবার, মে ২০, ২০১৮

প্রিন্ট করুন

আগামি ৩ই জুন থেকে টি-২০ সিরিজ খেলতে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। সেই সিরিজিতি অনুষ্ঠিত হবনে ভারতের দেরাদুনে। তবে সেই সিরিজে ভারতে থাকবে প্রচন্ড গরম। তখন থাকবে রোজাও। রোজার মধ্যে সিরিজ নিয়ে খেলোয়াড়দের রাখতে হবে রোজাও। কিন্তু সেই কষ্ট থাকছে না এবার। ইফতারের পরেই শুরু হবে বাংলাদেশ আফগানিস্তান সিরিজ।

এই প্রসঙ্গে জালাল ইউনুস বলেন ,’২০১৫ সালে রোজার মধ্যেই কয়েকটি মেজর সিরিজ হয়েছিলো। দেরাদুনে খেলা আমাদের সময়ে রাত সাড়ে আটটায়। তখন তাপমাত্রাও অনেক নিচে থাকবে। অনুশীলনও হবে রাতের বেলায়।’ নিজেদের অনুশীলনের সাথে কখনোই কোনো ক্রিকেটার ছাড় দেননি বলেও অভিমত জালাল ইউনুসের। রোজার মাসেও সঠিক সময়ে অনুশীলনে হাজির থাকেন সকলেই।

পাশাপাশি এসময়ে কি পরিমাণ অনুশীলন করতে হবে এই বিষয়েও অবগত তারা বলে মনে করেন বিসিবির এই কর্মকর্তা। জালাল ইউনুসের ভাষায়, ‘সবাই কিন্তু অনেক সিরিয়াস অনুশীলনের ক্ষেত্রে। অনুশীলনের সাথে কেউই কখনো কম্প্রোমাইজ করেনি, এমনকি রোজার সময়েও না। ‘

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন