শিরোনাম

প্রচ্ছদ /   বেল-রোনালদোর গোলেও জিতেনি রিয়াল

বেল-রোনালদোর গোলেও জিতেনি রিয়াল

Avatar

রবিবার, মে ২০, ২০১৮

প্রিন্ট করুন

স্পানিশ লা লিগার শেষ ম্যাচ। তারউপর সামনে রয়েছে লিভারপুলের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ফাই্নাল। তাই একরকম ওয়ার্মআপ ম্যাচে ভিলারিয়ালের বিপক্ষে খেলতে নেমে গোল পেলেন রোনালদো ও বেল। তবে তাতেও জয় পায়নি রিয়াল মাদ্রিদ। ম্যাচটি ড্র করেছে ২-২ গোলে।

ভিলারিয়ালের মাঠে অনুষ্ঠিত এই ম্যাচের মাত্র ১১ মিনিটের সময়ই গ্যারেথ বেলের গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। গোল করেন গতি দানব গ্যারেথ বেল। সারাদিন ট্রান্সফারের তালিকায় থাকা গ্যারেথ বেল যেন জানিয়ে রাখলেন ফুরিয়ে যাননি তিনি।বেলের গোলের ২১ মিনিট পর ম্যাচের ৩২ মিনিটে রোনালদোর গোলে লিড দ্বিগুন করেন রিয়াল মাদ্রিদ। দলের সবচেয়ে বড় তারকা বেশ কিছুদিন পরে পাওয়া এই গোলে নিশ্চই আত্মবিশ্বাস পাবেন লিভারপুলের বিপক্ষে ম্যাচে নামার আগে।

কিন্তু রোনালদো এবং বেল যদি আত্মবিশ্বাস পেয়ে থাকেন, তাহলে বিপদের আশঙ্কাই হয়তো করছেন রিয়াল মাদ্রিদ ডিফেন্ডাররা। রামোস, মার্সেলো, ভারানে, কারবাহালরা মাঠে থেকেও নিজেদের জাল অক্ষত রাখতে পারেনি। ম্যাচের ৭০ মিনিটে রজার মার্টিনেজ ও ৮৫ মিনিটে স্যামুয়েল ক্যাস্টিলেজোর গোলের ড্র নিশ্চিত করে স্বাগতিকরা।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন