শক্তিমত্তার দিক দিয়ে কাগজে-কলমের বিচারে বাংলাদেশের চেয়ে অনেক পিছিয়ে আছে আফগানিস্তানের ক্রিকেট দল।যেহেতু ফরম্যাটটি যখন টি-২০, তখনতো বদলে যায় সব হিসেবনিকেশ। এই ফরম্যাটে আফগানিস্তান বাংলাদেশ, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের মতো অভিজ্ঞ টেস্ট খেলুড়ে দলগুলোর চেয়েও শক্তিশালী। টি-২০ ফরম্যাটের তিন ম্যাচের এই সিরিজে টাইগারদের ভালো করতে হলে তাই নামতে হবে পূর্ণ শক্তি নিয়েই।
আগামী জুনে ভারতের দেরাদুনে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে বাংলাদেশ। ঐ সিরিজের জন্য আগামী ২০ মে রোববার বাংলাদেশের স্কোয়াড ঘোষণা করা হবে।
দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড- বিসিবি শনিবার (১৯ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে। বিজ্ঞপতিতে বলা হয়, রোববার দুপুর বারোটায় ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের মিডিয়া ব্লকের প্রেস কনফারেন্স জোনে এই স্কোয়াড ঘোষণা করা হবে।
দ্বিপাক্ষিক সিরিজে অনুষ্ঠিত হবে মোট তিনটি ম্যাচ, যার ফরম্যাট টি-২০। অন্য এক কারণে আফগানিস্তান ও বাংলাদেশের মধ্যকার সিরিজটি বহুল আলোচিত। ম্যাচগুলো মাঠে গড়াবে আগামী ৩, ৫ ও ৭ জুন। আর সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে ভারতের দেরাদুনে। প্রতিটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত রাত সাড়ে আটটায়। ভারতের মাটিতে ম্যাচ হতে যাওয়ার করণে সিরিজটি নিয়ে আলোচনার ঝড় চলেছে।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন