শিরোনাম

প্রচ্ছদ /   টি-টোয়েন্টিতে সবাই বড় দল -সাব্বির

টি-টোয়েন্টিতে সবাই বড় দল -সাব্বির

Avatar

শনিবার, মে ১৯, ২০১৮

প্রিন্ট করুন

আরিফুল হক সোজাসাপ্টা কথা বলতে পছন্দ করেন। সাফ বলেছেন, ‘আফিগানিস্তান সিরিজ আমরা তিনটাই জিতব।’ বুকভরা আত্মবিশ্বাস নিয়ে কথাটা বললেও আরিফুলের বিশ্বাস দেরাদুনে বাংলাদেশ হাসবে শেষ হাসি।আরিফুলের সঙ্গে সুর মেলালেন সাব্বির রহমানও। তার মনেও আফগানিস্তান নিয়ে নেই কোনো ‘ভয়’। তারও বিশ্বাস, দেরাদুনে সিরিজ জিতবে বাংলাদেশ। অভিজ্ঞতায় নিজেদের এগিয়ে রেখে সাব্বির আজ মিরপুরে ফিটনেস প্রস্তুতি শেষে বলেছেন, ‘অভিজ্ঞতায় আমরা এগিয়ে থাকব। আফগানিস্তানের হয়তো বা তিন-চারটা বিশ্বমানের খেলোয়াড় আছে।

আমাদের অনেক ভালো-ভালো অভিজ্ঞ খেলোয়াড় আছে। আশা করছি, অভিজ্ঞতা দিয়ে ম্যাচ জিততে পারব।’নিজেদের লক্ষ্য নিয়ে সাব্বির বলেছেন, ‘তিনটা ম্যাচেই ভালো কিছু করার লক্ষ্য থাকবে। প্রত্যাশা হচ্ছে নিজেদের এক্সপোজার যেন ঠিক রাখতে পারি। নিজেদের ভালো যে কাজগুলো যেটা গত দুই মাস করেছি, সেটা যেন মাঠে দেখাতে পারি এবং ইতিবাচক থাকতে পারি।’তবে ডানহাতি এ হার্ডহিটার আফগানিস্তানকে হালকা করে দেখছেন, সেটাও নয়, ‘টি-টোয়েন্টিতে ছোট-বড় দল বলে কিছু নেই। সবাই বড় দল। আফগানিস্তান খুব ভালো দল হয়ে উঠছে আস্তে আস্তে।

ওদের তিন-চারটা বিশ্বমানের খেলোয়াড় আছে। ভালো বোলার আছে, ভালো ব্যাটসম্যান আছে।’ আফগানিস্তান ক্রিকেটের এখন সবচেয়ে বড় পোস্টার বয় রশিদ খান। সঙ্গে যোগ হয়েছেন তরুণ তুর্কি মুজিব-উর-রহমান। দুজনের জুটি যেকোনো দলের ব্যাটিং অর্ডার গুঁড়িয়ে দিতে যথেষ্ট। সাব্বির মনে করেন পরিকল্পনা করে খেললে দুজনের কেউই বড় কোনো পার্থক্য গড়ে দিতে পারবেন না। উল্টো বাংলাদেশ আধিপত্য বিস্তার করে খেলতে পারবে বলে মনে করেন সাব্বির।

তার ভাষ্য, ‘টি-টোয়েন্টি ১২০ বলের খেলা। প্রথম কয়েক ওভার একটা পরিস্থিতি যাবে। শেষ ছয় ওভার একটা যাবে আর বাকি থাকে মিডল ওভার। আমরা যারা মাঝের ওভার খেলব বল-টু-বল যদি রান করতে পারি তাহলে ভালো করা সম্ভব। অন্তত ৪২ বলে যদি ৬০-৭০ করতে পারি তাহলে হয়ত আমাদের লক্ষ্যটা ভালো হবে। আর যদি মনে করি এক ওভারে একটা চার আর একটা ছয় মারতে হবে বড় স্কোরের জন্য তাহলে টার্গেট কমে যাবে। উইকেট থ্রো না করে বলের মেধা হিসাব করে খেললে বড় স্কোর করতে পারব।’

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন