ফিটনেস টেস্টে উত্তীর্ণ হওয়ায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে কোনো বাধা নেই শ্রীলঙ্কার পেস অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুস এবং পেসার সুরঙ্গা লাকমালের। ১০ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট খেলতে যাচ্ছে শ্রীলঙ্কা। তিন ম্যাচ টেস্ট সিরিজের জন্য ১৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।স্কোয়াডে রাখা হয়েছিল ম্যাথুস ও লাকমালকে। কিন্তু বলা হয়েছিল, ওয়েস্ট ইন্ডিজের বিমানে উঠতে হলে তাদেরকে ফিটনেস টেস্টে উত্তীর্ণ হতে হবে। অবশেষে ফিটনেস টেস্টে পাস করায় তাদের নেওয়া হচ্ছে সফরে।
শ্রীলঙ্কা টেস্ট দল: মাহেলা উদাওয়াত্তে, দিনেশ চান্দিমাল, কুশল মেন্ডিস, কুশল পেরেরা, ধনাঞ্জয়া ডি সিলভা, রোশন সিলভা, অ্যাঞ্জেলো ম্যাথুস, নিরোশান ডিকভেলা, রঙ্গনা হেরাথ, দিলরুওয়ান পেরেরা, আকিলা ধনাঞ্জয়া, জেফরি ভান্ডারসে, লাহিরু গামাগে, কশন রাজিথা, সুরঙ্গা লাকমাল, লাহিরু কুমারা ও আসিথা ফার্নান্দো।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন