আইপিএলের আজকের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বেঙ্গালুরু ও রাজস্থান। বাংলাদেশ সময় সারে চারটাই মুখোমুখি হবে এই দুই দল।আজকের আগ পর্যন্ত এই দুইদল আইপিএল মুখোমুখি হয়েছে ১৭, একটি খেলা পরিত্যাক্ত বাকি ১৬ থেকে সমানে সমানে জিতেছে দুই দল।আজকের খেলার উপর ডিপেন্ড করছে কোহলিদের প্লে অফ। প্লে অফে খেলতে হলে আজকের ম্যাচে জিততেই হবে কোহলিদের।
চলুন দেখে নেই আজকে বেঙ্গালুরের সম্ভাব্য একাদশ: পার্থিব প্যাটেল (উইকেটকিপার), বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, মানদীপ সিং, সরফরাজ খান, কোলিন ডি গ্রান্ড হোম, মঈন আলী, মোহাম্মদ সিরাজ, টিম সাউদি, উমেশ যাদব ও চাহাল।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন