টেস্ট ক্রিকেটের খুব শিগগিরই তাদের ভারতের বিপক্ষে অভিষেক টেস্ট খেলতে যাচ্ছে। ক্রিকেটে আফগানিস্তান ভালো করলেও ঘরের মাঠে তারা আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারছে না। যুদ্ধের কারণে নিজ দেশে খেলবে কি করে? সেখানে যে মাঝে মধ্যেই স্টেডিয়ামেও বোমা বিস্ফোরণ ঘটে।
সবশেষ শুক্রবার সন্ধ্যায় নানগ্রাহার স্টেডিয়ামে ম্যাচ চলাকালিন তিন তিনবার বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তাতে ৮ জন নিহত হওয়ার পাশাপাশি ৪৫ জন আহত হয়েছে।
এ বিষয়ে প্রাদেশিক সরকারের মুখপাত্র আতাউল্লাহ খগিয়ানি বলেন, ‘বিস্ফোরণটি স্টেডিয়ামকে টার্গেট করেই ঘটানো হয়েছে। যেখানে অনেক মানুষ একটি ক্রিকেট ম্যাচ দেখছিল।ওই হামলায় ৮ জন নিহত হয়েছে। ৪৫ জন আহত হয়েছে। এই হামলার জন্য তালেবানদের সন্দেহ করা হলেও তারা হামলার বিষয়টি অস্বীকার করেছে।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন