শিরোনাম

প্রচ্ছদ /   আইপিএলে আজ ক্ষুধার্ত কলকাতার মুখোমুখি হবে সাকিবরা

আইপিএলে আজ ক্ষুধার্ত কলকাতার মুখোমুখি হবে সাকিবরা

Avatar

শনিবার, মে ১৯, ২০১৮

প্রিন্ট করুন

আইপিএলের আজকের খেলায় মুখোমুখি হবে সানরাইজার্স হায়দরাবাদ ও কলকাতা নাইট রাইডার্স। বাংলাদেশ সময় সারে আটটায় হায়দরাবাদের ঘরের মাঠে অনুষ্ঠিত হবে এই খেলা।এই মুহূর্তে ১৩ ম্যাচে ৭ জয়ে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে আছে কলকাতা। ম্যাচটি নাইটদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। জিতলে প্লে-অফে জায়গা পুরোপুরি নিশ্চিত হবে। তবে হেরে গেলে শংকা দেখা দেবে! তখন পেন্ডুলামের মতো হয়ে দুলবে তাদের ভাগ্য। অন্য দলগুলোর জয়-পরাজয়ের দিকে পাখির চোখ করে থাকতে হবে।

তবে অতদূর ভাবছে না কলকাতা। এই ম্যাচে জয় ছিনিয়ে নিয়েই শেষ চারের টিকিট কাটতে চায় নাইটরা। জ্বালা মেটাতে চায় প্রতিপক্ষদের বিপক্ষে সবশেষ ম্যাচে হারের। এর আগে ইডেন গার্ডেনসে অরেঞ্জ আর্মিদের কাছে হারের বদলা নিতে মুখিয়ে তারা।

এবারের আইপিএলে দারুণ ছন্দে হায়দরাবাদ। ইতিমধ্যে প্লে-অফে খেলা নিশ্চিত করেছে সাবেক চ্যাম্পিয়নরা। ১৩ ম্যাচে ৯ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে তারা।এই ম্যাচে বিশেষভাবে নজর থাকছে সাকিব আল হাসানের ওপর। সবশেষ মুখোমুখি লড়াইয়ে একরকম তার অলরাউন্ড নৈপুণ্যের কাছে পরাভূত হয় কলকাতা! তাই তাকে আটকাতে ভিন্ন কৌশল নিয়ে মাঠে নামতে পারে কার্তিক বাহিনী।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন