ধোনির মুকুটে নতুন পালক! সব ধরনের টি-টোয়েন্টি প্রতিযোগিতা মিলিয়ে ৬০০০ রানের মাইলস্টোন ছুঁলেন প্রাক্তন ভারত অধিনায়ক৷ শুক্রবার ফিরোজ শাহ কোটলায় দিল্লির বিরুদ্ধে ১০ রান করার সঙ্গে সঙ্গেই ছয় হাজারের গণ্ডি টপকে যান মাহি৷ সব ধরনের টি-টোয়েন্টি প্রতিযোগিতা মিলিয়ে ২৯০ ম্যাচ খেলে এই মাইলস্টোন ছুঁলেন উইকেটকিপার ব্যাটসম্যান৷ পঞ্চম ভারতীয় ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ছয় হাজার রানের ক্লাবে ঢুকে পড়লেন রাঁচির রাজপুত৷
ধোনির আগে এই ক্লাবে ভারতীয়দের মধ্যে শীর্ষে রয়েছেন সুরেশ রায়না৷ বাঁ-হাতি মিডল অর্ডার ব্যাটসম্যানের সংগ্রহ ৭৬৯৩রান৷ ৭৬০৯ রান নিয়ে দু’নম্বরে রয়েছে ভারত অধিনায়ক বিরাট কোহলি৷ তিনে রয়েছে রোহিত শর্মা৷ আইপিএল মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কের সংগ্রহ ৭৩০৩ রান৷ এরপর চারে রয়েছেন গৌতম গম্ভীর৷ প্রাক্তন নাইট অধিনায়কের ঝুলিতে রয়েছে ৬৪০২ রান৷
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন