শিরোনাম

প্রচ্ছদ /   মাশরাফিকে নিয়ে যা বললো রাজু

মাশরাফিকে নিয়ে যা বললো রাজু

Avatar

শনিবার, মে ১৯, ২০১৮

প্রিন্ট করুন

রাজু বাংলাদেশ দলের সম্বাবনাময় এক ক্রিকেটার । তবে বলের চেয়ে ব্যাটে তিনি বেশি উজ্জ্বল। করেছেন অভিষেক টেস্টে সেঞ্চুরি আর ৭ ওয়ান্ডে খেলেও পাননি কোন উইকেটের দেখা। আর এই কারণেই জাতীয় দলে আসা যাওয়ার মাঝেই আসেন তিনি। তবে তিনি বলেন,আমার সেরাটা দেওয়ার আমি চেষ্টা করছি। ইঞ্জুরির আগে জাতীয় দলে খেলেছি আবার যদি চান্স হয় আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব।

তবে সামনের সিরিজের কারণে রমজান মাসেও অনিশীলনে ব্যাস্ত টাইগার শিবির। তবে রাজু বলেন, রোজা রেখেই প্যাক্টিস করতে হচ্ছে তো একটু কষ্টত হবেই। তবে মোস্তাফিজুর রহমান-তাসকিন আহমেদদের উত্থানে পেস বোলিংয়ে নতুন এক যুগ দেখেছিলো বাংলাদেশ। কিন্তু এটা বেশি দিন স্থায়ি হয়নি।

তবে জাতীয় দলের য়ানডে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা ভাল পারফর্ম করে চলেছেন। কিন্তু শংকার কথা হল ক্যারিয়ারের প্রায় শেষ সময়ে উপস্থিত মাশরাফী। তাই তার অবসরের পর এ টাইগারদের পেস বোলিং লাইন আপ নিয়ে দুশ্চিন্তা থেকেই যাচ্ছে। তা নিয়ে শঙ্কিত পেসার আবুল হাসান রাজুও।

আগামি বছর হবে বিশ্বকাপ ।আর সেখানে সাফল্য পেতে পেসারদের ফর্মে ফেরার বিকল্প নেই।‘মাশরাফি ভাই তো ভালোই খেলে যাচ্ছেন। এই নিয়ে রাজু বলেন, জানি না মাশরাফি ভাই ছাড়ার পর কি হবে! আমি আমার সেরাটা দিয়ে চেষ্টা করছি ওই জায়গাটা পূরণ করার জন্য। তাই বাকিটা আল্লাহর ইচ্ছা। দেখি আল্লাহ কি করেন।’ তবে মাশরাফি অবসরে গেলে দলের যে করুন অবস্থা হবে তা বোজা যাচ্ছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন