শিরোনাম

প্রচ্ছদ /   দেশের জন্য না করলেন সাকিব আর আফ্রিদির হাঁটুর জন্য..

দেশের জন্য না করলেন সাকিব আর আফ্রিদির হাঁটুর জন্য..

Avatar

শনিবার, মে ১৯, ২০১৮

প্রিন্ট করুন

চলতি আইপিএলের ফাইনাল ২৮ মে। সানরাইজার্স হায়দরাবাদের খুব ভালো সম্ভাবনা আছে ফাইনাল পর্যন্ত যাওয়ার। যদি তাই হয় তবে ২৮-২৯ তারিখ পর্যন্ত ভারতেই থাকতে হচ্ছে সাকিব আল হাসানকে। এদিকে সূচি অনুযায়ী আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি ৩ জুন। এসব হিসেব কষেই ৩১ মে’তে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বএকাদশ বনাম উইন্ডিজের মধ্যকার ম্যাচটা থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন সাকিব আল হাসান।

সাকিবের পর পাকিস্তানের তারকা অলরাউন্ডার শহীদ আফ্রিদিও চ্যারিটি ম্যাচটি থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন। অনেকদিন আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া আফ্রিদির সরে দাঁড়ানোর কারণ ভিন্ন। হাঁটুর পুরনো ইনজুরি আবারও জেগে উঠেছে। আর তা থেকে সেরে ওঠতে ৩ থেকে ৪ সপ্তাহ সময় লাগবে। অর্থাৎ উইন্ডিজের বিপক্ষে দাতব্য ম্যাচটি খেলা হচ্ছে না তার।

গতকাল বৃহস্পতিবার নিজের ফেরিফাইড টুইটারে আফ্রিদি টুইট করেছেন, ‘দুবাইতে ডাক্তার দেখাতে গিয়েছিলাম। আমার হাঁটু পুরোপুরি সেরে ওঠেনি। পুরোপুরি ফিট হতে আরও ৩-৪ সপ্তাহ সময় লাগবে। আশা করছি এই সময়ের মধ্যে পুরো ফিট হতে পারব। আমার জন্য দোয়া করবেন সবাই।’ঘূর্ণিঝড়ে উইন্ডিজের বেশ কয়েকটি স্টেডিয়াম ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই স্টেডিয়ামগুলো সংস্কারের জন্য অর্থ সংগ্রহের লক্ষ্যে এই ম্যাচটি আয়োজন করা হচ্ছে। ৩১ মে ম্যাচটি অনুষ্ঠিত হবে ইংল্যান্ডের ঐতিহাসিক লর্ডসে।

সাকিব-আফ্রিদি নাম প্রত্যাহার করে নিলেও উইন্ডিজের বিপক্ষের ওই টি-টোয়েন্টি ম্যাচে বিশ্বএকাদশে তামিম ইকবাল, রশিদ খান, হার্দিক পান্ডিয়া, দিনেশ কার্তিক, শোয়েব মালিকের মতো তারকারা থাকবেন। উইন্ডিজ দলে থাকবেন ক্রিস গেইল, কার্লোস ব্রাফেট, মারলন স্যামুয়েলসের মতো তারকারা।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন