শিরোনাম

প্রচ্ছদ /   কেকেআরের ক্রিকেটারদের উপর রেগে গেলেন শাহরুখ

কেকেআরের ক্রিকেটারদের উপর রেগে গেলেন শাহরুখ

Avatar

শুক্রবার, মে ১৮, ২০১৮

প্রিন্ট করুন

পয়েন্ত টেবিলের একদম তলানী থেকেই ৩য় স্থানে উঠে এসেছে শাহরুখের দল কলকাতা। পর পর বেশ কয়েকটি ম্যাচ জিতে কলকাতার এখন প্লে অফে যাওয়া সময়ের ব্যাপার।আগামীকালকেই তারা মাঠে নামবে সাকিবের দল হায়দ্রাবাদের বিপক্ষে। সেই ম্যাচের আগে একটি পার্টি আয়োজন করে কলকাতা দল । সেখানেই শাহরুখের অভিনয় নকল করে ভিডিও প্রকাশ করে ক্রিকেটাররা। এতে চটেছেন শাহরুখ।

বলিউড বাদশার চেন্নাই এক্সপ্রেসের সেই বিখ্যাত সংলাপ, ‘ডোন্ট আন্ডার এস্টিমেট দ্য পাওয়ার অব আ কমন ম্যান’ নকল করেন সুনীল নারাইন-ক্রিস লিনের মতো ক্রিকেটাররা। সেটা আবার প্রকাশ করা হয় সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে। অভিনয়ের ‘ছিরি’ দেখে হয়তো পছন্দই হয়নি শাহরুখ খানের। তাই কথা দিয়েই ‘খোঁচা’ দিলেন।শয়াহরুখ রেগে সেই টুইটারে লিখেন ,’ ক্রিকেটটা যেমনিভাবে ছেড়ে দিয়েছে আপনাদের উপর ঠিক তেমনিভাবে অভিনয়টাও আমার হাতে ছেড়ে দেন।’

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন