শিরোনাম

প্রচ্ছদ /   তামিমের পরামর্শ মেনেই কঠোর পরিশ্রম করতেছে নাঈম

তামিমের পরামর্শ মেনেই কঠোর পরিশ্রম করতেছে নাঈম

Avatar

শুক্রবার, মে ১৮, ২০১৮

প্রিন্ট করুন

বয়সটা মাত্র ১৭। এর মধ্যেই জাতীয় দলের তাঁবুতে ঢুকে পড়েছেন। ঘরোয়া ক্রিকেটে চলতি মৌসুমে দারুণ বোলিং করেছেন। কিন্তু জাতীয় দলে কাজটা যে ঘরোয়ার চেয়ে অনেক কঠিন তা ভালো করেই জানেন নাঈম হাসান। তাই সিনিয়রদের বিশেষ করে তামিম ইকবালের পরামর্শ নিয়েই অনুশীলন করে যাচ্ছেন এ তরুণ। ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তান সিরিজকে সামনে রেখে চলছে টাইগারদের অনুশীলন।

কোচরা এখন ক্যাম্পে যোগ না দেওয়ায় আপাতত সিনিয়রদের পরামর্শ নিয়েই টেস্ট ক্রিকেটের জন্য প্রস্তুত হচ্ছেন এ নবীন, ‘আমি আমার মতো করে প্রস্তুতি নিচ্ছি। টেস্টে যদি খেলায় তাহলে কিভাবে খেলতে হবে ওরকম প্রস্তুতি নিচ্ছি। বড় ভাইদের সঙ্গে কথা বলছি। তামিম ভাই বলছিলেন কোন পথে টেস্টে এগোতে হবে। এভাবে প্রস্তুতি করছি।’মাশরাফী-মুশফিক-মাহমুদউল্লাহরাও নিজেদের অভিজ্ঞতা থেকে সঠিক পথটাই দেখাচ্ছেন বলে জানালেন নাঈম, ‘সিনিয়র ভাইরা তো অনেক সাহায্য করেন। তারা কিভাবে উন্নতি করেছেন।

’ঠিক কি নিয়ে কাজ করছেন তার ব্যাখ্যাটাও দেন নাঈম, ‘উন্নতির জায়গা আছে লাইন-লেন্থে। যে কোনো ক্রিকেটেই লাইন-লেন্থ অনেক গুরুত্বপূর্ণ। রান চেক দিয়ে বোলিং করতে পারলে উইকেট পাওয়া যায়।’ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও টেস্ট সিরিজে তাকে বিবেচনা করা হতে পারে বলেই জানা গেছে। ‘উইকেটের উপরও অনেকটাই নির্ভর করে। উইকেট কেমন হবে, কেমন বোলিং করতে হবে এসব। সুযোগ পেলে আমি আমার শতভাগ দেয়ার চেষ্টা করবো।’

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন