আইপিএলের ১১তম আসরের নিয়ম রক্ষার ম্যাচে আজ মুখোমুখি দিল্লি এবং চেন্নাই। যদিও ম্যাচকে সামনে রেখে চেন্নাই এবং দিল্লির উভয়ের সামনে ম্যাচটি কেবল আনুষ্ঠানিকতা রক্ষা করার। টসে জিতে বোলিংয়ে চেন্নাই। এই ম্যাচটি চেন্নাইয়ের জন্য বিশেষ গুরুত্বের হলেও দিল্লির জন্য কেবল নিয়ম রক্ষার। কারণ পয়েন্ট টেবিলে তিন জয়ে তাদের অবস্থান একেবারে তলানীতে।অর্থাৎ হার কিংবা জিতে কিছুই যায়-আসে না দলটির।
দিল্লি = ৮১/৩ , ওভার=১১ । পৃথ্বী শ= ১৭(আউট) , স্রেয়াশ আইয়ার=১৯(আউট) , রিশাভ পান্ট =৩৮(আউট) , ম্যাক্সওয়েল= ১ ।
ধোনিরা এই ম্যাচটিতে জয় পেলে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে যাবে। তাই তুলনামূলক ধোনির জন্য আজকের ম্যাচটা গুরুত্বপূর্ণ। অন্য দিকে মান রক্ষার জন্য হলেও জয় পেতে মরিয়া হয়েই মাঠে নামবে দিল্লি।
চেন্নাই সুপার কিংস একাদশঃ শেন ওয়াটসন, আম্বাতি রাইডু, সুরেশ রায়না, মহেন্দ্রা সিং ধোনি (উইকেটরক্ষক এবং অধিনায়ক)। স্যাম বিলিংস, রবিন্দ্র জাদেজা, ডোয়াইন ব্রাভো, হরভজন সিং, শারদুল ঠাকুর, দীপক চাহার, লুঙ্গি এনগিদি।
দিল্লি ডেয়ারডেভিল একাদশঃ পৃথ্বী শ, গ্লেন ম্যাক্সওয়েল, স্রেয়াশ আইয়ার (অধিনায়ক), রিশাভ পান্ট (উইকেটরক্ষক), বিজয় শংকর, অভিষেক শর্মা, হারিসাল প্যাটেল, অমিত মিশ্র, আভেশ খান, সন্দীপ লামচাঁ, ট্রেন্ট বোল্ট ।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন